অমিত কুমারকে কটাক্ষ করে ট্রোলের শিকার, ‘সাষ্টাঙ্গ প্রণাম’ করতে চান আদিত্য!
দিন কয়েক আগেই জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১২’ (indian idol)। কিশোর কুমার স্পেশ্যাল এপিসোডে বিচারক হিসেবে উপস্থিত হওয়া কিশোর পুত্র অমিত কুমার সংবাদমাধ্যমকে বলেছিলেন, প্রতিযোগীদের গান একেবারেই ভাল লাগেনি তাঁর।
ইন্ডিয়ান আইডলের মঞ্চে কিশোর কুমার পর্ব নিয়ে তর্জা জারি এখনও। এর মধ্যেই অমিত কুমারের মন্তব্য নিয়ে মুখ খুলে ট্রোলের শিকার হয়েছেন অনুষ্ঠানের সঞ্চালক আদিত্য নারায়ণ। কিন্তু নিজের বক্তব্যের অবস্থান নিয়ে অটল আদিত্য। বরং যে বা যারা ট্রোল করছে তাদের ”সাষ্টাঙ্গ প্রণাম’ করতে চান তিনি।
দিন কয়েক আগেই জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১২’ (indian idol)। কিশোর কুমার স্পেশ্যাল এপিসোডে বিচারক হিসেবে উপস্থিত হওয়া কিশোর পুত্র অমিত কুমার সংবাদমাধ্যমকে বলেছিলেন, প্রতিযোগীদের গান একেবারেই ভাল লাগেনি তাঁর। বরং টাকার জন্য বাধ্য হয়ে চ্যানেলের কথা অনুযায়ী গান ভাল না লাগলেও তিনি প্রতিযোগীদের প্রশংসা করেছিলেন।
আদিত্য পাল্টা বলেছিলেন, “অমিতজিকে সম্মান করেই বলছি, দু’ঘণ্টার মধ্যে একজন কিংবদন্তীকে শ্রদ্ধা জানানো সম্ভব নয়। এই পরিস্থিতিতে আমরা দমনে অল্প সদস্য নিয়ে শুট করছি। অল্প রিহার্সালের সুযোগ পেয়েছি। তাও ভাল শো উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। সপ্তাহের পর সপ্তাহ নতুন এপিসোড দেখাচ্ছি। যেখানে অন্য চ্যানেল পুরনো কনটেন্টই চালাচ্ছে।”
View this post on Instagram
এখানেই তর্জা শেষ নয়, পরের এক স্পেশাল এপিসোডে যখন কুমার শানু অতিথি বিচারক হয়ে এসেছিলেন ওই শো’য়ে অমিত কুমারকে কার্যত কটাক্ষ করেই আদিত্য কুমার শানুকে বলেছিলেন, “স্যার, আপনি প্রতিযোগীদের প্রশংসা করছেন। আমি জানতে চাইব, এই প্রশংসা কি মন থেকে করলেন, নাকি আমাদের টিমের কোনও সদস্য আপনাকে প্রশংসা করতে বলেছেন?” আদিত্যর ওই মন্তব্যের পর পক্ষে-বিপক্ষে ঝড় ওঠে।
View this post on Instagram
এরপরেই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আদিত্য বলেন, নিজেকে চিতা মনে হচ্ছে তাঁর। তাই ‘ডগ রেস’-এ নিজেকে দ্রুততম প্রমাণ করার জন্য বিশেষ তাগিদ অনুভব করছেন না তিনি। তাঁর কথায়, “কখনও কখনও তোমার পয়েন্ট প্রমাণের চেষ্টা তোমার বুদ্ধিমত্তারই অসম্মান। ২৬ সপ্তাহ ধরেই ইন্ডিয়ান আইডল এক নম্বর রিয়ালিটি শো’র স্থান দখন করে রেখেছে। আমার আর কী বা বলার আছে?”
আরও পড়ুন- মুনমুন সেনের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স, ধারাবাহিকেও অভিনয় করেছেন সুব্রত মুখোপাধ্যায়
তাই ট্রোলারদের সঙ্গে বিবাদে না গিয়ে তাঁদের প্রণামের ইচ্ছে প্রকাশ তাঁর। পাশাপাশি ছোট থেকেই যে অনুষ্ঠানের প্রতিযোগীরা ট্রোল ম্যানেজ করতে শিখে যাচ্ছে, সে ব্যাপারেও তিনি খুশি বলে জানিয়েছেন ওই সাক্ষাৎকারে।