Zubeen Garg: স্নানঘরে পড়ে মাথায় গুরুতর চোট জুবিন গর্গের, আইসিইউতে ভর্তি গায়ক

Zubeen Garg: এই মুহূর্তে কেমন আছেন জুবিন? দুশ্চিন্তায় তাঁর অনুরাগীরা...

Zubeen Garg: স্নানঘরে পড়ে মাথায় গুরুতর চোট জুবিন গর্গের, আইসিইউতে ভর্তি গায়ক
জুবিন গর্গ।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2022 | 6:35 PM

অসম, তথা দেশের হার্ট থ্রব গায়ক জুবিন গর্গ। বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীর ভাল ছিল না জুবিনের। সেই সঙ্গে মাথায় চোট পেয়েছেন গায়ক। প্রথমে  দিব্রুগড়ের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল জুবিনকে। তারপর উড়ো জাহাজে করে তাঁকে স্থানান্তরিত করা হয় গুয়াহাটির একটি হাসপাতালে। এই মুহূর্তে আইসিইউতে চিকিৎসাধীন গায়ক।

অসমের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা রাজ্যের ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছেন জুবিনের চিকিৎসায় যেন কোনও গাফিলতি না হয়। অসমের স্বাস্থ্যমন্ত্রী কেশব মোহন্ত স্বয়ং গায়কের চিকিৎসার তদারকি করছেন। রিপোর্ট অনুযায়ী, রিসোর্টে স্নানঘরে পড়ে গিয়েছিলেন। মাথায় গুরুতর চোট তখনই। দিব্রুগড়ের হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে-সঙ্গে মস্তিষ্কে স্ক্যান (CT Scan) করা হয়। মাথায় শেলাই করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

কেবল অসমীয়া নয়, জুবিন গান গেয়েছেন বহু বাংলা ও বলিউড ছবিতেও। তাঁর অন্যতম জনপ্রিয় গান ‘ইয়া আলি’। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গ্যাংস্টার’ ছবির সেই গান আজও শ্রোতাদের অন্যতম প্রিয়। কেবল ‘গ্যাংস্টার’ নয়, জুবিন গেয়েছিলেন হৃত্বিক রোশন অভিনীত ‘কৃষ ৩’ ছবির ‘দিল তু হি বাতা’ গানটিও।

কেবল গান গাওয়া নয়, একাধিক বাদ্যযন্ত্র বাজানোয় সিদ্ধহস্ত জুবিন। যেমন ঢোল, ড্রাম, গিটার, হারমোনিয়াম, ম্যান্ডোলিন ও কিবোর্ড। শুধু তাই নয়, সঙ্গীত পরিচালনা করেছেন, গান কম্পোজ় করেন, নিয়মিত গান লেখেন, অভিনয় করেন, ছবি পরিচালনা করেন, এমনকী ছবি প্রযোজনাও করেন জুবিন। নানা ধরনের সমাজ সেবামূলক কাজের সঙ্গেও যুক্ত জুবিন। ২০২২ সালের মে মাসে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন জুবিন। ৩২,০০০টি গান রেকর্ডের কৃতিত্ব আছে তাঁর।