AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kajal Agarwal: গর্ভবতী কাজল? তাঁর সাম্প্রতিক ছবিতে ফুটে উঠছে বেবি বাম্প…

গর্ভধারণ করলে অভিনেত্রীরা বিভিন্ন প্রজেক্ট থেকে সরে আসেন। পরপর এতগুলো প্রজেক্ট থেকে সরে আসার কারণ হিসেবে তাঁর প্রেগন্যান্সিকেই ধরে নিচ্ছেন অনেকে।

Kajal Agarwal: গর্ভবতী কাজল? তাঁর সাম্প্রতিক ছবিতে ফুটে উঠছে বেবি বাম্প...
কাজল আগরওয়াল
| Edited By: | Updated on: Dec 21, 2021 | 8:29 PM
Share

অভিনেত্রী কাজল আগরওয়াল কি গর্ভবতী? এমনই খবর বার বার কড়া নাড়ছে সিনেমাপ্রেমী ও নেটিজ়েনদের মনে। তিনি কি মা হতে চলেছেন? সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করা তাঁর কিছু ছবি তেমন কথাই বলছে বার বার।

সম্প্রতি কাজল কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সবক’টি ছবিই দর্শকের আকর্ষণ কেড়েছে। অনেকেরই মনে হয়েছে কাজল গর্ভবতী।

২০২০ সালের অক্টোবর মাসে গৌতম কিচলুকে বিয়ে করেছিলেন কাজল। তাঁরা কি তবে তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছেন এই পৃথিবীতে? যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি গৌতম-কাজল কেউই।

কাজল যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, তাতে বেইজ় রঙের বডিকন ড্রেস পরেছেন অভিনেত্রী। সঙ্গে পরেছেন একটি আকারে বড় লাল ও সাদা চেক শার্ট। বাইরে লাঞ্চ করতে গিয়েছিলেন কাজল। গলায় পরেছিলেন সোনালি নেকপিস। কাঁধে ঝুলিয়েছিলেন স্লিং ব্যাগ।

বন্ধুর সঙ্গে ছবিটি শেয়ার করেছিলেন কাজল। ক্যাপশনে লিখেছিলেন, “বাই ও আমি।” সঙ্গে দিয়েছিলেন লাল রঙের হার্ট ইমোজিও।

সেই ছবিতেই কাজলের ছোট্ট বেবি বাম্প নাকি পরিষ্কার দেখা যাচ্ছে। তাঁর ফ্যানদের আনন্দ আর ধরে না যাকে বলে। শুভেচ্ছা ও শুভকামনায় ভরে যায় ইনস্টাগ্রাম।

সম্প্রতি বেশকিছু ছবি থেকেও সরে এসেছেন অভিনেত্রী। কামাল হাসানের সঙ্গে তাঁর কাজ করার কথা ছিল ‘ইন্ডিয়ান ২’-তে। মুখ্য চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছিল তাঁর কাছে। তিনি রাজি হননি। নাগার্জুনার ‘দ্যা গোস্ট’ ছবিতেও মুখ্য চরিত্র অফার করা হয়েছিল তাঁকে। সেটি করতেও রাজি হননি কাজল।

মূলত, গর্ভধারণ করলে অভিনেত্রীরা বিভিন্ন প্রজেক্ট থেকে সরে আসেন। পরপর এতগুলো প্রজেক্ট থেকে সরে আসার কারণ হিসেবে তাঁর প্রেগন্যান্সিকেই ধরে নিচ্ছেন অনেকে।

আরও পড়ুন: Dev: কাকভেজা দেবকে পরম যত্নে মাথা মুছিয়ে দিচ্ছেন ৮২-র পরাণ, মুগ্ধ নেটিজেন