Iman Chakraborty: মা হচ্ছেন ইমন? ভক্তদের শুভেচ্ছার মধ্যেই ‘সত্যি’ জানালেন গায়িকা
Iman Chakraborty: একটা পোস্ট আর সেই পোস্ট ঘিরেই এখন নানা চর্চা। মা হচ্ছেন ইমন চক্রবর্তী? সংসারে আসছে কি নতুন অতিথি? কী এমন পোস্ট? কেনই বা এত প্রশ্ন? অবশেষে ইমনের মুখ থেকেই শোনা গেল আসল সত্যটা।
একটা পোস্ট আর সেই পোস্ট ঘিরেই এখন নানা চর্চা। মা হচ্ছেন ইমন চক্রবর্তী? সংসারে আসছে কি নতুন অতিথি? কী এমন পোস্ট? কেনই বা এত প্রশ্ন? অবশেষে ইমনের মুখ থেকেই শোনা গেল আসল সত্যটা। বুধবার রাতে আচমকাই ইমন লেখেন, “আর বিলম্ব না না” । সঙ্গে আবার দুটি বিস্ময়বোধক চিহ্ন। এর পরেই ওই পোস্টের মন্তব্য বক্সে ছড়িয়ে পড়ে শুভেচ্ছা বার্তা। ভক্তরা লিখতে শুরু করেন,”দারুণ খবর। একরাশ ভালবাসা আর শুভেচ্ছা, তোমার মতো ভাল মনের মানুষ হোক।” আর এক অনুরাগী লেখেন, “আগামী প্রজন্মের জন্য অনেক শুভেচ্ছা এখন থেকেই। সুস্থ সন্তানের জন্ম হোক।” ইমনের ‘আর দেরি না করার ‘কথায় প্রায় সকলেই ভেবে নেন মা হচ্ছেন তিনি। ভেবে নেন সংসারে নতুন অতিথির আগমনের কথা।
যদিও বৃহস্পতিবার সকাল হতেই ভুল ভাঙে সকলের। আরও একটি পোস্ট করে জানিয়ে দেন, না আপাতত তিনি মা হচ্ছেন না। ইমন লেখেন, “বন্ধুগণ আমি গানের কথা বলছিলাম। অন্য ভাল কোনও খবর হলে আরা নিজেরাই জানাব। দয়া করে অন্য কিছু ভাববেন না”। ভ্রান্তি পরিষ্কার করেছেন ইমন। জানিয়ে দিয়েছেন সন্তান চান ঠিক, তবে এখনই তার উপযুক্ত সময় নয়। অনুরাগীরা যদিও এখনও বিভ্রান্ত। তাঁর আগের পোস্টে এই প্রতিবেদন লেখা পর্যন্তও জমা হচ্ছিল শুভেচ্ছা বার্তা।
স্বামী নীলাঞ্জনের সঙ্গে সুখের সংসার ইমনের। যদিও কিছু দিন আগে তাঁর নামে রটেছিল অভিযোগ। গুঞ্জন ওঠে প্রাক্তন প্রেমিকের শোভনের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি স্বস্তিকা দত্তের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে তাঁর। যদিও এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করে ইমন বলেন, “আমি চাই ওঁরা ভাল থাকুক। তখনও শোভনের ভাল চেয়েছি এখনও ভাল চাই। স্বস্তিকার-শোভন দু’জনের সঙ্গেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি জানি না ব্রেকআপ হয়েছে কিনা, আমি চাই না হোক। আর যা রটেছে আমি জাস্ট পাত্তাও দিতে চাই না। আই অ্যাম হ্যাপিলি ম্যারেড উইথ অ্যা পারফেক্ট হাজব্যান্ড।”