Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jaan Kumar Sanu: জড়িয়ে ধরে আদর, এই বাঙালি নায়িকাই কি কুমার শানুর হবু বৌমা?

Kumar Shanu: বাবার সঙ্গে জানের সম্পর্ক বিশেষ ভাল নয়। এর আগে বহু সাক্ষাৎকারে জান জানিয়েছিলেন, বাবার দায়িত্ব নাকি পালন করেননি কুমার শানু। এমনকি কেরিয়ার গড়তেও খুব বেশি সাহায্য বাবার তরফে পাননি বলেই অভিযোগ জানিয়েছিলেন জান।

Jaan Kumar Sanu: জড়িয়ে ধরে আদর, এই বাঙালি নায়িকাই কি কুমার শানুর হবু বৌমা?
এই বাঙালি নায়িকাই কি কুমার শানুর হবু বৌমা?
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2023 | 3:05 PM

জান কুমার শানুকে চেনেন? পরিচয়ে কুমার শানুর ছেলে। বাবার মতো বিশ্বজোড়া পরিচিত না পেলেও তিনি পরিচিত। ‘বিগবস’-এ অংশ নিয়েছিলেন জান, সেখান থেকেই মোটামুটি নজরে আসেন তিনি। সেই জানই এবার প্রেমে? অন্তত তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইঙ্গিত দিচ্ছে তেমনটাই। নিবেদিতা পালকে চেনেন? প্রবাসী এই বাঙালি তন্বীর সঙ্গে জানের ‘বিশেষ বন্ধুত্ব’ই এখন আলোচনায়। নিবেদিতাকে জড়িয়ে ধরে বেশ কিছু শেয়ার করেছেন তিনি। বাড়িতে আয়োজিত এক পার্টিতেই হাজির ছিলেন নিবেদিতা। ক্যাপশনে জান লিখেছেন, “তুমি পাশে থাকলেই সব ঠিক।” যদিও জান নিবেদিতাকে বরাবরই পরিচয় দিয়ে এসেছেন ভাল বন্ধু হিসেবেই তবে তাঁদের ছবি বলছে, বাঙালিকে বৌমা হিসেবে পেতে চলেছেন কুমার শানু?

বাবার সঙ্গে জানের সম্পর্ক বিশেষ ভাল নয়। এর আগে বহু সাক্ষাৎকারে জান জানিয়েছিলেন, বাবার দায়িত্ব নাকি পালন করেননি কুমার শানু। এমনকি কেরিয়ার গড়তেও খুব বেশি সাহায্য বাবার তরফে পাননি বলেই অভিযোগ জানিয়েছিলেন জান। সে নিয়ে জল গড়িয়েছিল বহুদূর। এ নিয়ে মুখ খুলেছিলেন কুমার শানুও, সংসারের গোপন কথা আচমকাই চলে এসেছিল সামনে। জান বলেছিলেন, তিনি কুমার শানুর সন্তান হওয়ার কারণেই নাকি বাতিল করে দেওয়া হয়। জান নিজেও গায়ক। কিন্তু তাঁর গান শোনার আগেই ব্যক্তি পরিচয় জানার পর নাকি বাতিল করে দেওয়া হয়েছিল তাঁকে। জানের কথায়, “অন্য যে কোনও মানুষ যে ভাবে উপার্জন করেন, আমাকেও সে ভাবেই উপার্জন করতে হয়। আমি তো বলব, কুমার শানুর ছেলে হওয়ার কারণেই অন্যদের থেকে দ্বিগুণ পরিশ্রম করতে হয় আমাকে। লোকে ভাবে, রূপোর চামচ মুখে নিয়ে জন্মেছে, তাই ওর কাছে সবটাই সহজ। যে প্রিভিলেজ তাকে সাহায্য করব কেন, বরং অন্য কাউকে কাজ দেব। আসলে কিন্তু আমার বিষয়টা অনেক কঠিন। লোকে ভেবে নেয় আমার কাছে অনেক কাজ আছে। এই ভুল ধারণা ভাঙার জন্য, নিজেকে প্রমাণ করার জন্য লড়াই করছি।”

এখনও সেই লড়াই জারি। বড় ব্রেকের জন্য অপেক্ষায় জান। কিন্তু তাঁর ‘জান’ কি নিবেদিতা? নিবেদিতার উত্থান ‘স্প্লিটসভিলা’ নামক এক রিয়ালিটি শো থেকে। তিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা। এর আগের ‘মিস ইন্ডিয়া অস্ট্রেলিয়া’ জিতেছেন তিনি। ২০১৭ সালে স্প্লিটসভিল্লাতে অংশ নেন তিনি। এই মুহূর্তে তাঁর বয়স ২৮। প্রসঙ্গত, এর আগে নিক্কি তাম্বোলিকে ভালবাসার কথা জানিয়েছিলেন জান কুমার। যদিও নিকি সাড়া দেননি। তিনিও জানকে ভাল বন্ধুই ভাবতেন বলে জানিয়েছেন। এ ক্ষেত্রেও কি সেই একই দৃশ্য? উত্তর দেবে সময়।

সজল ঘোষের তত্ত্বাবধানে অবস্থানে বসল বায়ো টয়লেট
সজল ঘোষের তত্ত্বাবধানে অবস্থানে বসল বায়ো টয়লেট
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা