মনোজ বাজপেয়ী, পর্দায় এই অভিনেতার উপস্থিতি মানেই ছবিকে অতিরিক্ত একধাপ এগিয়ে নিয়ে যাওয়া। বিশেষ করে সাম্প্রতিককালে তাঁকে বারে বারে পাওয়া গিয়েছে পুলিশ অফিসারের ভুমিকাতে। সে বড়পর্দাই হোক বা ওটিটি প্ল্যাটফর্ম। বাঘি ২ ছবিতে ভিলেন মনোজ বাজপেয়ী যতটা কঠিন, দ্য ফ্যামিলি ম্যান ছবিতে তিনি ঠিক ততটাই এক অন্যস্বাদের মানুষ। প্রতিটা চরিত্রের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙে গড়তে তিনি সিদ্ধহস্ত। বারে বারে যে অভিনেতা ছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন, তিনিই কি এবার তবে দক্ষিণের নজরে!
সম্প্রতি সর্বভারতীয় স্তরে মুক্তি পাচ্ছে দক্ষিণী ছবি। পুষ্পা থেকে শুরু করে আরআরআর কেজিএফ তালিকা থেকে বাদ পড়ছে না কিছুই। তাই বলিউডের দর্শক টানতে, বলিউড থেকেও ডাক পড়ছে সেলেবদের। আরআরআর ছবিতে অজয় দেবগণ ও আলিয়া ভাট যেমন কাজ করেছেন, কেজিএফ-এ পাওয়া গিয়েছে সঞ্জয় দত্তকে। এবার কী তবে পুষ্পা ছবিতে পাওয়া যাবে মনোজ বাজপেয়ীকে! সম্প্রতি এমনই খবর ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ার পাতায়।
कहाँ कहाँ से समाचार लातें हैं आप लोग ? ?? https://t.co/O6RBDwMUAK
— manoj bajpayee (@BajpayeeManoj) July 20, 2022
পুষ্পা ২ ছবিকে আরও জনপ্রিয় করতে এবার পুলিশের ভুমিকাতেই না কি থাকছেন তিনি। জল্পনা কানে আসতেই সপাট উত্তর দিয়ে বসলেন অভিনেতা। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সত্যিটা ঠিক কি! সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখা থাকে, পুষ্পা ২ ছবিতে পুলিশের ভুমিকাতে অভিনয় করছেন মনোজ বাজপেয়ী। সেই টুইটকেই তুলে ধরে মনোজ বাজপেয়ী লিখলেন, কোথা কোথা থেকে এই সকল খবর আপনারা তুলে আনেন বলুন তো! যদি এটা মিথ্যে সেই ইঙ্গিত স্পষ্ট থাকলেও, মন্তব্যকে সরাসরি মিথ্যে বলে উড়িয়ে দেননি অভিনেতা। তবে ভক্তরা যে বেশ কিছুটা আশাহত হয়েছে, এই প্রসঙ্গে কোনও দ্বিমত নেই।