AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Isha Ambani: লেহেঙ্গা যখন ম্যাহেঙ্গা, ঈশা আম্বানির কাছে হার মানলেন দীপিকা-অনুষ্কা সবাই, দাম ৯০,০০,০০,০০০!

Bollywood Actress: বিয়েতে একটা সুন্দর লেহেঙ্গা সব মেয়ের স্বপ্ন। বিয়ের কত আগে থেকেই চলতে থাকে তা নিয়ে প্ল্যানিং, চলতে থাকে নানা আলাপ আলোচনা। তারকারাও ব্যতিক্রমী নন। কোন নায়িকা বিয়েতে কী লেহেঙ্গা পরবেন? বেছে নেবেন কোন রঙ?

Isha Ambani: লেহেঙ্গা যখন ম্যাহেঙ্গা, ঈশা আম্বানির কাছে হার মানলেন দীপিকা-অনুষ্কা সবাই, দাম ৯০,০০,০০,০০০!
বলিউড সুন্দরীরা। গ্রাফিক্স- অভীক দেবনাথ।
| Edited By: | Updated on: Feb 17, 2023 | 2:57 PM
Share

বিয়েতে একটা সুন্দর লেহেঙ্গা সব মেয়ের স্বপ্ন। বিয়ের কত আগে থেকেই চলতে থাকে তা নিয়ে প্ল্যানিং, চলতে থাকে নানা আলাপ আলোচনা। তারকারাও ব্যতিক্রমী নন। কোন নায়িকা বিয়েতে কী লেহেঙ্গা পরবেন? বেছে নেবেন কোন রঙ? তা নিয়ে আলোচনা চলতেই থাকে… তবে পাত্রী যদি মুকেশ আম্বানির মেয়ে হয়, তবে তাঁর লেহেঙ্গা যে আর পাঁচজনের মতো হবে না তা তো স্বাভাবিক। বেশ কিছু বলিউড সংবাদমাধ্যমে দাবি, বিয়েতে যে লেহেঙ্গাটি ঈশা আম্বানি পরেছিলেন তার দাম নাকি ৯০,০০, ০০, ০০০ টাকা মানে ৯০ কোটি! ভাবা যায়? বলিউডের প্রথম শ্রেণীর নায়িকা মানে অনুষ্কা শর্মা থেকে শুরু করে দীপিকা পাড়ুকোনও, এই দামের কাছে ডাহা ফেল। তাঁদের লেহেঙ্গার দাম কত জানেন?

বলিউডে অনেক বেজ রঙের লেহেঙ্গা পরার চল। আর এই বেজ রঙের সূচনা করেছিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। বিয়ের দিন তিনি বেছে নিয়েছিলেন হাল্কা রঙ। লেহেঙ্গাটি ডিজাইন করেছিলেন সব্যসাচী। সে সময় ফ্যাশন দুনিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছিল ওই লেহেঙ্গা। অনুষ্কার ওই ‘সোবার লুক’ বেশ মনে ধরেছিল সকলের। ওই লেহেঙ্গার দাম ৩০ লক্ষ টাকা। প্রিয়াঙ্কা চোপড়াও বিয়ে করেছিলেন অনুরূপ সময়েই। তিনি বেছে নিয়েছিলেন লাল রঙ। বিদেশি বরের অফ হোয়াইট শেরওয়ানির সঙ্গে প্রিয়াঙ্কার এই লালও মানিয়েছিল দারুণ। কিন্তু দাম ঈশা অম্বানির মতো ছিল না। বরং অনুষ্কার থেকেও কম দামে সব্যসাচী লেহেঙ্গা বানিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কাকে। নিয়েছিলেন ১৮ লক্ষ টাকা। অন্যদিকে সোনম কাপুর বিয়ে করেছিলেন ২০১৮ সালে। তাঁর লেহেঙ্গাও কিছু কম দামের ছিল না। তিনি অবশ্য ডিজাইনার হিসেবে বেছে নিয়েছিলেন অনুরাধা ওয়ালিয়াকে। ওই লেহেঙ্গা তৈরি করতে সময় লেগেছিল প্রায় ছয় মাস। আর দীপিকা পাড়ুকোন?

বিয়ের দিন বেশ জমকালো মেকআপ করেছিলেন তিনি। পঞ্জাবি বহু সেজেছিলেন গাঢ় সাজে। প্রিয়াঙ্কার মতো তাঁর লেহেঙ্গারও একই দাম ছিল। পড়েছিল ১৮ লক্ষ। আর ডিজাইনার সেই সব্যসাচীই। তবে ঈশার লেহেঙ্গার দাম ছাপিয়ে গিয়েছে সব কিছুকেই। নেটিজেনদের রসিকতা, “ওঁর একটি ওড়না যা দাম নিয়ে সেই দামে আমার পুরো খানদানের যে বিয়ে হয়ে যাবে।” অন্যদিকে অপর নেটিজেনের মন্তব্য, হাজার হোক তিনি আম্বানি কন্যা। তাঁর লেহেঙ্গার দাম আকাশচুম্বী হবে না তো কার হবে?