Janhvi Kapoor: জাহ্নবীর স্নানঘরে ছিটকিনি লাগাতে দেননি শ্রীদেবী, কারণ জানলে আঁতকে উঠবেন

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 17, 2022 | 5:21 PM

Sridevi: ২০১৮ সালে দুবাইয়ের একটি হোটেলের বাথটাবে পাওয়া গিয়েছিল শ্রীদেবীর মৃতদেহ। অভিনেত্রীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা আজও কাটেনি।

Janhvi Kapoor: জাহ্নবীর স্নানঘরে ছিটকিনি লাগাতে দেননি শ্রীদেবী, কারণ জানলে আঁতকে উঠবেন
একে শ্রীদেবীর কন্যা তার ওপর করণ জোহরের হাত ধরে তাঁর বিটাউনে অভিষেক। ফলে দুই মিলিয়ে কোথাও যেন বারে বারে তাঁকে কটাক্ষের শিকার হতে হচ্ছে। স্পষ্টই শুনতে হচ্ছে তিনি নাকি নেপোটিজ়মের জন্যই এতো প্রজেক্ট পাচ্ছেন।

Follow Us

চেন্নাইয়ের মেয়ে শ্রীদেবী। তিনি আদ্যোপান্ত দক্ষিণী। দক্ষিণ থেকে মুম্বইয়ে এসে নিজের কেরিয়ার তৈরি করেছিলেন হিন্দি সিনেমায়। জন্মভূমি চেন্নাইতেই কিনেছিলেন জীবনের প্রথম বাংলো। সেই বাড়িটিই অনুরাগীদের ঘুরে দেখালেন তাঁর জ্যেষ্ঠ কন্যা জাহ্নবী কাপুর। তিনি ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

জাহ্নবী জানিয়েছেন, তাঁর মা প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী যখন বাড়িটি কিনেছিলেন, সেটি বেশ অন্যরকম দেখতে ছিল। ঠিক করেছিলেন বিয়ের পর বাড়িটি সাজাবেন নিজের মতো করে। গোটা বিশ্ব ঘুরে সংগ্রহিত কিছু ঘর সাজানোর জিনিস এবং আসবাব দিয়ে বাড়ি সাজানোর পরিকল্পনা ছিল তাঁর। সেই বাড়ি দেখাতে-দেখাতেই জাহ্নবী জানালেন, সেখানে তাঁর বেডরুমের স্নানঘরে আজও কোনও লক নেই। সেই বেডরুমেই একটা সময় থাকতেন তাঁর মা।

কিন্তু বাথরুমে কেন লক নেই? ভিডিয়োতেই কারণ জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেছেন, “এই বাড়িটিতে পুরনো এবং নতুনের ছড়াছড়ি। এমন অনেক কিছু আছে, যা পুরনো দিনের। সম্পূর্ণভাবে নতুন জিনিসও আছে। আমার বাথরুমে এখনও পর্যন্ত লক লাগানো নেই। আমার মনে আছে মা আমার বাথরুমে লক রাখতে না। তিনি ভয় পেতেন। আশঙ্কা করতেন আমি যদি বাথরুমে গিয়ে ছেলেদের সঙ্গে কথা বলি। কোনও অসৎ সঙ্গে জড়িয়ে পড়ি, এই ছিল ভয়। তাই বাথরুমে লক লাগানোর অনুমতি ছিল না আমার। দেখছেন তো, গোটা ঘরটাই কেমন সুন্দর করে সাজানো। কিন্তু বাথরুমে লক আজও নেই।”

২০১৮ সালে দুবাইয়ের একটি হোটেলের বাথটাবে পাওয়া গিয়েছিল শ্রীদেবীর মৃতদেহ। অভিনেত্রীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা আজও কাটেনি।

Next Article
Suman-Sujan Mother Death: মাকে হারালেন লাল এবং নীল, বেডসোর হয়েছিল ৮০ বছরের আরতী দেবীর
Ayushmann Khurrana: আমাদের দেশ সমকামে ভয় পায়: আয়ুষ্মান খুরানা