জয়া বচ্চন– ইন্ডাস্ট্রিতে তকমা পেয়েছে ‘অ্যাংরি ওম্যান’ হিসেবে। থাকেন ফ্ল্যাশলাইটেই অথচ পাপারাৎজিদের তাঁর একেবারেই পছন্দ নয়। রাস্তাঘাটে কেউ তাঁর ছবি তুলছে জানতে পারলেই– রেগে আগুন হয়ে যান তিনি। কখনও ক্যামেরা কেড়ে নেওয়া আবার কখনও বা তীক্ষ্ণ ভাষায় ধেয়ে আসে তাঁর বাক্যবাণ। দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেন, “কোথা থেকে আসা হচ্ছে? কেন ছবি তোলা হচ্ছে”? ইত্যাদি কত কী? তবে এবার জয়ারই যেন উলটপূরাণ। পাপারাৎজিও স্তম্ভিত। এমন রূপ আগে তাঁরা দেখেননি! বচ্চন পত্নীর হলটা কী? ইন্ডাস্ট্রির ফ্যাশন ডিজাইনার আবু জানি আর সন্দীপ খোসলার ফ্যাশন শো ছিল গতকাল অর্থাৎ বৃহস্পতিবার। হাজির হয়েছিল প্রায় গোটা বলিউডই। হাজির ছিলেন জয়া বচ্চনও। আর সেখানেই পাপারাৎজিকে দেখে চিৎকার উধাও। বরং ক্যামেরার সামনে পোজ পোজ দিতে দিতে এক গাল হাসি নিয়ে জয়া বললেন, “দেখো, কত হাসছি আমি”।। শুধু কি তাই? বিরক্তি উধাও, বরং ধৈর্য ধরে ছবি তুললেন একের পর এক। জয়ার এই কাণ্ড কারখানায় হতবাক পাপারাৎজিও। তাঁদের একটাই প্রশ্ন, “অবলীলায় ছবি তুলতে কী করে রাজি হলেন তিনি?”
যদিও নিন্দুকেরা বলছে অন্য কথা। দিনের দিনের পর দিন পাপারাৎজির সঙ্গে খারাপ ব্যবহার নাকি মোটেও ভাল ভাবে নিচ্ছেন না কেউই। বলিউডে এর আগে একজোট হয়ে বহুবার পাপারাৎজি ব্যান করেছেন অনেক তারকাকে। তার মধ্যে রয়েছেন সলমন খানও। তাই জয়া বচ্চনের সঙ্গেও যাতে এরকমটা না হয় সে কারণেই এ নিছকই ‘ড্যামেজ কন্ট্রোল’। ওদিকে আবার নেটিজেনদের একটা বড় অংশের মতে, জোর করে ক্যামেরার সামনে হাসছেন জয়া। ভিডিয়োতে নাকি তা একেবারেই স্পষ্ট।
টলিউডে এখনও সেভাবে চালু না হলেও বলিউডে পাপারাৎজি কালচার বেশ জনপ্রিয়। অর্থাৎ তারকারা প্রতিদিন কোথায় যাচ্ছেন, কী করছেন, কার সঙ্গে দেখা করছেন তা রীতিমতো অনুসরণ করেন এই ‘প্যাপ’-এর দল। এর ফলে তাঁরাও পেয়ে যান টাটকা গসিপ। আর বহুক্ষেত্রে বিড়ম্বনার শিকার হতে দেখা যায় তারকাদের। কিছু সময় পাপারাৎজির কাজকর্ম আবার মাত্রাও ছাড়িয়ে যায় এই যেমন দিন কয়েক আগের ঘটনা। অলস বিকেলে বাড়িতে বসে সময় কাটাচ্ছিলেন আলিয়া ভাট। আচমকাই তিনি আবিষ্কার করেন তাঁর ঠিক বিপরীতে যে বাড়ি রয়েছে সেই বাড়ির ছাদ থেকে দুই ব্যক্তি ক্রমাগত চুপিসারে ক্যামেরাবন্দি করছে তাঁর ব্যক্তিগত মুহূর্ত। আর এর পরেই বেজায় রেগে যান আলিয়া। ইনস্টাগ্রামে তীব্র ভাষায় এর প্রতিবাদ করেন। আলিয়ার পাশে দাঁড়ান তাঁর সহকর্মীরা। এই প্যাপ সংস্কৃতি আদপে ভাল নাকি খারাপ- তা নিয়ে বিতর্ক রয়েছেই। তবে জয়া যা করলেন তা যে নিতান্ত বিরল এ বিষয় সন্দেহ নেই বললেই চলে।