থালাইভা রজনীকান্তের মেয়ের বাড়িতেই এবার চুরি। খোয়া গিয়েছে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি। পুলিশে অভিযোগ দায়ের করে এমনটাই জানিয়েছেন মেয়ে ঐশ্বর্যা। ঐশ্বর্যার সন্দেহভাজনের তালিকায় রয়েছেন বাড়িরই এক চালক ও দুজন পরিচালক। পুলিশে অভিযোগ দায়ের করে ঐশ্বর্যা জানান, ২০১৯ সালে ওই গয়না গুলো পরে লকারে তুলে রেখেছিলেন তিনি। বিয়ের পর ওই লকার তিন জায়গায় স্থানান্তরিত হয়েছে। প্রথমে তা নিয়ে যাওয়া হয় সেন্ট মেরি রোডের আবাসনে। এর পর তা নিয়ে আসা হয় সিআইটি কলোনিতে তাঁর বাড়ি, যেখানে প্রাক্তন স্বামী ধনুশের সঙ্গে থাকতেন তিনি। এর পর ২০২২ সালের এপ্রিল মাসে তা নিয়ে আসা হয় বাবা রজনীকান্তের বাড়িতেও। সেন্ট মেরি রোডের আবাসনেই এক আলমারিতে রাখা ছিল ওই লকারের চাবি বলে জানিয়েছেন ঐশ্বর্যা। তিনি বলেন, “যে গয়না গুলো হারিয়েছে সেগুলো আমার বিয়ের পর থেকে ওখানেই ছিল। এর মধ্যে কিছু রয়েছে। আর বেশির ভাগই নেই।” কী কী হারিয়েছে? ঐশ্বর্যা জানান, ডায়মন্ড সেট থেকে শুরু করে টেম্পল জুয়েলারি, সোনার গয়না, নবরন্ত সেট–এ সবই ছিল সেখানে যা এখন তিনি পাচ্ছেন না। যে লিখিত অভিযোগ তিনি দায়ের করেছেন তাতে বলা আছে পরায় ৩ লক্ষ ৬০ হাজার টাকার গয়না খোয়া গিয়েছে তাঁর। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
এ তো গেল চুরির কথা। গত বছর ঘর ভাঙে ঐশ্বর্যার। ধনুশের সঙ্গে ভেঙে যায় দীর্ঘদিনের দাম্পত্য। বিচ্ছেদের পর ধনুশ লিখেছিলেন,“বন্ধু হিসেবে, জুটি হিসেবে, বাবা-মা হিসেবে ১৮ বছরের এই পথ চলা। এই জার্নিটা মানিয়ে নেওয়ার, বৃদ্ধির, দুজনকে বোঝার। বর্তমানে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা যেখানে জুটি হিসেবে আমাদের দুটি পথ আলাদা হয়ে যাচ্ছে। আমি আর ঐশ্বর্যা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যুগল হিসেবে এতদিন থেকেছি। এবার নিজেদের নিজেদেরকে বোঝার পালা।” অন্যদিকে ঐশ্বর্যা লেখেন, “আলাদা করে এই পোস্টের জন্য কোনও ক্যাপশনের প্রয়োজন নেই, শুধু তোমাদের ভালবাসা দরকার।”
২০০৪ সালে ঐশ্বর্যার সঙ্গে বিয়ে হয় ধনুশের, দীর্ঘ বিবাহিত জীবন ছিল ছিমছাম, বিতর্কহীন। তাঁদের দুই সন্তানও রয়েছে। যদিও বিচ্ছেদ হলেও দুজনের মধ্যে সদ্ভাব বর্তমান।