The Gray Man: ভারতে আসছেন রুসো জুটি, ধনুষের সঙ্গে দেশ দর্শনে

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jul 14, 2022 | 7:17 AM

The Gray Man: নেটফ্লিক্স অনুযায়ী পাওয়া খবরে, অনুরাগীরা ১২ জুলাই থেকে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ‘দ্য গ্রে ম্যান’ ছবির ভারতের প্রিমিয়ারের টিকিট জিততে পারবেন দর্শক।

The Gray Man: ভারতে আসছেন রুসো জুটি, ধনুষের সঙ্গে দেশ দর্শনে
‘দ্য গ্রে ম্যান’ ছবিতে ধনুষ ও দুই মুখ্য অভিনেতা

Follow Us

রুসো ব্রাদার্স আসছেন ভারতে। মার্ভেল স্টুডিয়োর ‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার’ আর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর জন্য পরিচিত চলচ্চিত্র নির্মাতারা ভারতে অনুষ্ঠিত অনুষ্ঠানে ধনুষের সঙ্গে যোগ দেবেন। রুসো ব্রাদার্স তাঁদের অফিসিয়াল টুইটার পৃষ্ঠায় নেটফ্লিক্স ইন্ডিয়ার পোস্ট করা একটি ভিডিয়ো বার্তায় তাঁদের ভারতীয় ভক্তদের সঙ্গে খবরটি ভাগ করেছেন। “হেলো সবাই! আমি জো রুসো এবং আমি অ্যান্থনি রুসো এবং আমাদের নতুন সিনেমা ‘দ্য গ্রে ম্যান’-এর জন্য আমাদের প্রিয় বন্ধু ধনুষকে দেখতে ভারতে আসতে পেরে আমরা খুবই উত্তেজিত। ভারত প্রস্তুত হও, শীঘ্রই দেখা হবে,” ভিডিয়ো ক্লিপটিতে পরিচালকরা বলেছেন। ধনুষ, যাঁর চরিত্র ‘দ্য গ্রে ম্যান’ ছবিতে একটি “মারাত্মক শক্তি” হিসাবে বর্ণনা করা হয়েছে, তিনি বহুল প্রত্যাশিত অ্যাকশন থ্রিলারে কাজ করার অভিজ্ঞতার কথাও বলেছেন।

“এটি অবিশ্বাস্য ছিল। এই সিনেমাটি একটি রোলার কোস্টার, এতে সবকিছুই আছে, অ্যাকশন, নাটক, গতি এবং একটি বড় ধাওয়ার দৃশ্য। আমি খুবই কৃতজ্ঞ যে অসাধারণ অভিনেতায় ভরপুর এই ছবিতে একটি ভাল চরিত্রে অভিনয় করতে পেরেছি,” জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ধনুষ ভিডিয়োতে বলেছেন।

নেটফ্লিক্স অনুযায়ী পাওয়া খবরে, অনুরাগীরা ১২ জুলাই থেকে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ‘দ্য গ্রে ম্যান’ ছবির ভারতের প্রিমিয়ারের টিকিট জিততে পারবেন দর্শক। অংশগ্রহণের জন্য তারা www.thegrayman.in-এ লগ ইন করতে পারেন।

‘গ্রে ম্যান’ হল সিআইএ অপারেটিভ কোর্ট জেন্ট্রি (রায়ান গসলিং), ওরফে, সিয়েরা সিক্স, যাকে ফেডারেল পেনটেনশিয়ারি থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তার হ্যান্ডলার ডোনাল্ড ফিটজরয়কে নিয়োগ করা হয়েছে, বিলি বব থর্নটন অভিনয় করেছেন এই চরিত্রে।

“জেন্ট্রি একসময় অত্যন্ত দক্ষ, এজেন্সি-অনুমোদিত মৃত্যুর দূত ছিল। কিন্তু এখন বিষয়টা সম্পর্ণ ঘুরে গিয়েছে, আর সিক্স হয়েছে লক্ষ্যবস্তু। লয়েড হ্যানসেন (ক্রিস ইভান্স), সিআইএ-র একজন প্রাক্তন সহযোগী, যিনি বিশ্বজুড়ে শিকার করেছিলেন। তাকে বের করে আনার জন্য কিছুতেই থামবে না। এজেন্ট দানি মিরান্ডা (আনা ডি আরমাস) তার শক্ত হাত।  তার দরকার হবে,” ফিল্মটির অফিসিয়াল পেজে পুরো বিষয়টা জানা যাবে।

মার্ক গ্রেনির একই নামের উপন্যাস অবলম্বনে ‘দ্য গ্রে ম্যান’ ছবিতে আরও যাঁরা অভিনয় করেছেন রেজ-জিন পেজ, জেসিকা হেনউইক, ওয়াগনার মৌরা, আলফ্রে উডার্ড, জুলিয়া বাটারস, ইমে ইকুয়াকর এবং স্কট হ্যাজ। ছবিটি ২২ জুলাই থেকে নেটফ্লিক্সে দেখতে পাওয়া যাবে।

Next Article