Jr NTR: স্বজনহারা জুনিয়র এনটিআর, মাত্র ৩৯ এই স্তব্ধ হল প্রাণ

Jr NTR: দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরের পরিবারে শোকের ছায়া।

Jr NTR: স্বজনহারা জুনিয়র এনটিআর, মাত্র ৩৯ এই স্তব্ধ হল প্রাণ
স্বজনহারা জুনিয়র এনটিআর

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 19, 2023 | 3:50 PM

দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরের পরিবারে শোকের ছায়া। প্রয়াত তাঁর তুতো ভাই তারক রত্ন। কিছু দিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তারক। কোমায় থাকার পর শনিবার রাতে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। এক পদযাত্রায় অংশ নেওয়ার সময় আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তারক। এরপরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আরও উন্নত চিকিৎসার জন্য তাঁকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়। যদিও কোমায় চলে যান তিনি। শেষরক্ষা হয়নি।

অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনটি রামা রাওয়ের নাতি ছিলেন তারক রন্ত। তাঁর বাবা নন্দমুরী মোহন কৃষ্ণ। তাঁর স্ত্রীর নাম আলেখ্যা। রয়েছে এক মেয়েও। তাঁর আকস্মিক প্রয়াণে শোকে ভেঙে পড়েছেন পরিবারের মানুষ। শোকবার্তা নিবেদন করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিও। তেলুগু অভিনেতা আল্লারি নরেশও শোকজ্ঞাপন করেছেন টুইটারে। তিনি লেখেন, “একজন কাছে বন্ধু এত তাড়াতাড়ি চলে গেল। মনটা আমার ভেঙে যাচ্ছে। ওকে ভীষণ মিস করব। বাবাই ভাল থেকো”। অন্যদিকে মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয় , “মুখ্যমন্ত্রী শ্রী জগমোহন রেড্ডি নন্দমুরি তারকরত্নের মৃত্যুতে শোকাহত। তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা জানান হচ্ছে।”

তারক নিজেও অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন ওয়েবসিরিজে কাজ করেছেন তিনি। কিছু তেলুগু ছবিতেও অভিনয় করেছেন তিনি। প্রত্যক্ষ রাজনীতির সঙ্গেও যুক্ত তিনি। যদিও অভিনয় জগতে ভাই এনটিআর জুনিয়রের মতো নাম করতে পারেননি তিনি।