বিয়ের তিন দিন পার করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন একের পর এক ছবি। কখনও মেহেন্দির আবার কখনও বা তাঁদের বিয়ের ছবি দেখে তাক লাগছে নেটিজেনদের। তবে এত সব ছবির মধ্যে নজর কেড়েছে ক্যাটরিনার রবিবারের পোস্ট করা এক ছবি। শুধু ভিকির সঙ্গেই নয়, গোটা কৌশল পরিবারের সঙ্গেই যে ক্যাটরিনার সম্পর্ক বেশ মধুর তা যেন বুঝিয়ে দিচ্ছে এই ছবি।
ভিকির বাবা শ্যাম কৌশল, প্রাক্তন স্টান্টম্যান তাঁর সঙ্গে এক ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা। ছবিতে দেখা যাচ্ছে এক গাল হাসি নিয়ে শ্বশুর মশাইয়ের সঙ্গে জমিয়ে নাচছেন ক্যাট। পঞ্জাবি বৌমা, শ্যাম কৌশলও উপভোগ করছেন এই স্পেশ্যাল মুহূর্ত। যা দেখে মুগ্ধ নেটিজেন। কমেন্ট এসেছে একের পর এক। আর তাতেই লেখা, “বিয়ে তো এমনই হওয়া উচিত। সম্পর্কগুলোও হওয়া উচিত এমনই সুমধুর।” বরাবরই লো প্রোফাইল মেনে এসেছেন ভিকির পরিবার। সাজপোশাক থেকে শুরু করে আদবকায়দা– ছেলে সুপারস্টার হওয়ার পরেও পরিবর্তন হয়নি তাঁদের, বলছে সাম্প্রতিক এক ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, জয়পুর থেকে মুম্বই ফেরার সময় ভিকির বাবা-মা যে পোশাক পরেছিলেন তা একেবারেই সাধারণ। এখানেই শেষ নয়, বিয়ের ঠিক আগে পায়ে হেঁটে এটিএম যেতেও দেখা গিয়েছিল ভিকির বাবাকে। নেটিজেনরা মজার ছলে লিখেছিলেন, “ছেলের বিয়ের জন্য টাকা তুলতে যাচ্ছেন বুঝি”? ক্যাটরিনার সঙ্গে শ্যাম কৌশলের ওই ছবি প্রমাণ করে দিল মাটিতে পা দিয়ে চললেও কৌশল পরিবার বেশ আমুদে।
গত ৯ জানুয়ারি জয়পুরের সিক্স সেন্স প্রাসাদে বিয়ে করেছেন ভিকি-ক্যাট। তাঁদের বিয়ে নিয়ে প্রথম থেকেই নেটিজেনদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। ভিকি-ক্যাটরিনার প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা অনেকেরই অজানা । বিয়ের আগে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনওদিন। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কোনওদিনও কিচ্ছু বলেননি। ক্যাটরিনার ঘনিষ্ঠ বৃত্ত জানিয়েছিল, আগের সম্পর্কগুলো ভেঙে যাওয়ায় ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক বেশি সাবধানী ক্যাট। ভিকি ক্যাটের তুলনায় বলিউডে নতুন।
তাঁদের সম্পর্কের গুঞ্জন যখন দাবানলের মতো বলিউডের অন্দরেও ছড়িয়ে পড়েছিল তখন তা নিয়েও কম কথা হয়নি। তাঁদের বয়সের ফারাক, কেরিয়ার প্রেমিকার বেশি সাফল্য নিয়েও হয়েছে কটাক্ষ। তাঁদের বাগদানের খবর নিয়েও বারেবারেই রটেছে নানা ধরনের গুঞ্জন। ভিকির দিদি বিয়ের কিছুদিন আগেও দাবি করেছেন তাঁদের ভাই বিয়ে করছেন না। অতীতে দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিকের নিয়ে নিয়েও নেটিজেনদের উৎসাহ থাকলেও ভিক্যাটের বেলায় যেন উৎসাহ হাজার গুণ বেশি। স্টারডমের দিক দিয়ে বাকি দুই জুটির থেকে ভিক্যাট অনেক এগিয়ে এ কথা বলা যায় না। নেটিজেনদের উত্তর, সম্পর্ক নিয়ে এই লুকোচুরিই কোথাও গিয়ে ইউএসপি হয়ে দাঁড়িয়েছিল এই হাই প্রোফাইল বিয়ের।
আরও পড়ুন- Sidnaaz: আজ ৪০ ছোঁয়ার কথা ছিল সিদ্ধার্থের, প্রয়াত ‘প্রেমিকের’ জন্মদিনে কী লিখলেন শেহনাজ গিল?