আজ তিনি শাহরুখ খান, তামাম বিশ্ব তাঁকে এক নামে চেনে। কিন্তু প্রথম থেকেই যে বিষয়টা এমন ছিল তা নয়। বন্ধু মহলে তাঁর পরিচয় ছিলেন গৌরীর বয়ফেন্ড। সেই সব দিনের কথাই ফাঁস করলেন শাহরুখ-গৌরীর কলেজ জীবনের বন্ধু পরিচালক কবীর খান। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তেন শাহরুখ খান। বিষয় ছিল অর্থনীতি। ওদিকে আবার গৌরীর সঙ্গে এক নাচের গ্রুপে আলাপ কবীরের। দুজনেই একই সঙ্গে নাচ করতেন। যদিও সে সময় কবীরের সঙ্গে শাহরুখের আলাপ নেহাতই সামান্য। সখ্য গড়ে ওঠেনি। কবীরের কথায়, “আমি আর গৌরী দুজনেই নাচতাম। গৌরী ভীষণ ভাল নাচে। আমিও খুব খারাপ ছিলাম না। শাহরুখ মাঝেমধ্যে গৌরীর সঙ্গে দেখা করতে আসত। যদিও তখন ওর পরিচয় ছিল গৌরীর প্রেমিক।”
কিছু দিন পর কবীরের মনে হয় তিনিও অর্থনীতি নিয়েই পড়বেন। অগত্যা তিনি শরণাপন্ন হন বন্ধু গৌরীর প্রেমিক ওরফে এসআরকের কাছে। গৌরী ও কবীরের থেকে বেশ কিছু বছরের বড় ছিলেন শাহরুখ। পড়াশোনাতেও ছিলেন বেশ ভাল। নিজের সমস্ত নোট কবীরকে দিতে দ্বিধাবোধ করেননি বাদশাহ। শুধু কি তাই? পরিচালক হওয়ার ইচ্ছে নিয়ে কবীর খান মুম্বই আসার পরেও পাশে দাঁড়ান এই শাহরুখই। কবীর যোগ করেন, “আমি মাঝেমধ্যেই বলি যখন বম্বে আসি কাউকে চিনতাম না। ভুল বলি আমি একজনকে চিনতাম আর সে হল শাহরুখ খান।”
প্রসঙ্গত, এই মুহূর্তে বলিউডের প্রথম সারির পরিচালক কবীর খান। তাঁর কেরিয়ার শুরু হয় ১৯৯৯ সালে ‘দ্য ফরগটন আর্মি’র হাত ধরে। ২০০৬ সালে যশরাজ ফিল্মসের ব্যানারে তিনি তৈরি করেন ‘কাবুল এক্সপ্রস’। অবিহ্নয় করেছিলেন জন আব্রাহাম ও আরশাদ ওয়ারসি। কবীরের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি ‘৮৩’। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জেতার গল্প নিয়েই এই ছবি। তৎকালীন অধিনায়ক কপিল দেবের ভূমিকায় এই ছবিতে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। ছবিটি বক্স অফিসে সে ভাবে সফল না হলেও সমালোচকদের বেশ পছন্দ হয়েছিল।