Big Breaking: অসুস্থ কামাল হাসান, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 24, 2022 | 11:32 AM

Kamal Haasan: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে আগামী দু-একদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

Big Breaking: অসুস্থ কামাল হাসান, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে

Follow Us

আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা কামাল হাসান। তড়িঘড়ি তাঁকে বুধবার (২৩ নভেম্বর), চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতাল, শ্রী রামচন্দ্র মেডিকেল সেন্টারে (এসআরএমসি) ভর্তি করা হয়। প্রাথমিক স্বাস্থ্য রিপোর্ট অনুযায়ী অভিনেতার তেমন কিছু হয়নি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য নাকি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সূত্রের খবর, তাঁর সামান্য জ্বর ছিল গায়ে। হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই দ্রুত তাঁর চিকিৎসা শুরু করা হয়। অভিনেতাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। করা হয় বেশকিছু পরীক্ষাও। তবে বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে আগামী দু-একদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। সম্প্রতি, তিনি হায়দরাবাদের খ্যাতনামা পরিচালক কে. বিশ্বনাথের সাথে দেখা করেছেন, দুজনের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে দেখা গিয়েছিল।

অভিনেতার হাসপাতালে ভর্তি হওয়ার খবরে প্রাথমিকভাবে উদ্বেগ ছড়ালেও পরবর্তী খবর সামনে আসে তেমন কিছু হয়নি কামাল হাসানের। দীর্ঘ দিন অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন কামাল হাসান। পাশাপাশি দক্ষিণী দুনিয়ায় তাঁর দাপট ভক্তমহলে সর্বদাই তুঙ্গে। যদিও বাবার শারীরিক অবস্থা নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি অভিনেত্রী শ্রুতি হাসান। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা দ্রুত আরোগ্য কামনায় পোস্ট করে চলেছেন।

Next Article