Kamal Haasan Discharged: হাসপাতাল থেকে ছাড়া পেলেন কমল হাসান; বাড়ি ফিরেই কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তামিল সুপারস্টার
Kamal Haasan: গত দু'দিন হাসপাতালে থাকাকালীন নানা ধরনের পরীক্ষা করা হয় কমল হাসানের। সেখানে যাওয়ার সময় বাইরে দাঁড়িয়ে থাকা চিত্রগ্রাহকদের হাত নেড়ে 'হ্যালো' বলেছিলেন কমল।
সামান্য জ্বর, সর্দি এবং কাশি নিয়ে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র মেডিক্যাল সেন্টার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিল সুপারস্টার কমল হাসান। চিকিৎসকেরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন সেসময়ই। তারকাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে শুক্রবার (২৫ নভেম্বর, ২০২২), অর্থাৎ আজ। গত বুধবার (২৩ নভেম্বর) হাসপাতালে ভর্তি হয়েছিলেন কমল। জানা যাচ্ছে, সুস্থ হয়ে বাড়ি ফিরে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কিংবদন্তি। সপ্তাহান্তের জনপ্রিয় শো ‘বিগ বস তামিল সিজ়ন সিক্স’-এর সঞ্চালনার কাজে মন দেবেন আরও একবার।
সম্প্রতি হায়দরাবাদে গিয়েছিলেন কমল হাসান। শহরে বেশ কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তিনি। তাঁর গুরু এবং কিংবদন্তি পরিচালক কে বিশ্বনাথের সঙ্গে দেখা করেছিলেন কমল। তাঁর আশীর্বাদও নিয়ে এসেছিলেন। চেন্নাইয়ে ফিরেই হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেতাকে।
গত দু’দিন হাসপাতালে থাকাকালীন নানা ধরনের পরীক্ষা করা হয় কমল হাসানের। সেখানে যাওয়ার সময় বাইরে দাঁড়িয়ে থাকা চিত্রগ্রাহকদের হাত নেড়ে ‘হ্যালো’ বলেছিলেন কমল।
লোকেশ কনগরাজার ছবি ‘বিক্রম’-এ শেষ কাজ করেছেন কমল হাসান। বক্স অফিসে ৪৫০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। পরিচালক শঙ্করের সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘ইন্ডিয়ান ২’তে অভিনয় করছেন অভিনেতা। মণিরত্নমের সঙ্গেও একটি ছবি সই করে ফেলেছেন কমল হাসান। ২০২৪ সালে মুক্তি পাবে সেই ছবি।