কঙ্গনা রানাওয়াত, বলিউডে এক প্রকার যুদ্ধ করে টিকে রয়েছেন তিনি। কিছুতেই যেন তাঁকে জমি ছাড়তে নারাজ একশ্রেণি, অন্তত কঙ্গনা রানাওয়াত তেমনটাই বিশেস করেন। যদিও তিনি একের পর এক ছবি বানাতে পিছপা হননি কোনওদিন। তাঁর কথায়, তিনি অভিনেতা, অভিনয় করে যাবেন। যদিও বলিউডের বক্স অফিসে যখন সোনায় সোহাগা, ঠিক তখনই অন্য সুরে কথা বলছেন কঙ্গনা রানাওয়াত। তাঁর কথায়, দর্শকেরা এখনও নাকি সেভাবে প্রেক্ষাগৃহ মুখো হয়নি। কঙ্গনার এই দাবি যদিও বিভিন্ন মহলে জল্পনার সৃষ্টি করেছে। একের পর এক ফ্লপ কঙ্গনা রানাওয়াতের ঝুলিতে। সদ্য মুক্তি পেয়েছে তেজাস ছবি। যা বক্স অফিসে এক কোটির ব্যবসা করতে পারেনি। এবার সেই দুঃখেই কি একান্তে কিছুটা সময় ঈশ্বরের কাছে আশ্রয় নিতে গেলেন কঙ্গনা! অন্তত তাঁর পোস্টে তেমনই ঈঙ্গিত স্পষ্ট। কয়েকদিন আগে দর্শকদের উদ্দেশে দিয়েছিলেন বার্তা, তাঁর ছবি যেন সকলেই দেখেন। যদিও তাতে খুব একটা চিরে ভেজেনি।
এবার সোশ্যাল মিডিয়ায় তাই এক দীর্ঘ পোস্ট করে সকলের নজর কাড়লেন অভিনেত্রী। কঙ্গনা লিখলেন, কিছুদিন হল মন বড়ই অশান্তি। আমার মনে হয়েছিল দ্বারকাধীশের দর্শন করে আসি, দ্বারকা থেকে ঘুরে আসি। আর এখানেই এসে পলকেই যেন আমার সমস্ত অশান্তি ধুলোয় মিশে গেল। আমার মন এখন শান্ত, খুব আনন্দ পেলাম। হে দ্বারকেশ্বর, তোমার আশীর্বাদ এভাবে যেন আমার ওপর থাকে। কঙ্গনার এই পোস্ট দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় নানান মন্তব্যের ঝড় উঠতে দেখা যায়। কেউ প্রশ্ন করলেন, তাঁর বক্স অফিস কালেকশন নিয়ে, কেউ আবার তাঁর আচরণ নিয়ে। যদিও কটাক্ষকে পাশ কাটিয়ে চলতেই বেশি পছন্দ করেন কঙ্গনা। তাই এক্ষেত্রেও তিনি চুপই থাকলেন।
आज बाबा सोमनाथ जी के दर्शन किए, साथ ही स्थानीय कर्मचारियों के सहयोग से सोमनाथ के राम मंदिर में जाना हुआ, वहाँ राम नाम की पुस्तक में राम जी का नाम लिखा, उसके बाद श्री कृष्ण मोक्ष भूमि के दर्शन किए।
सोमनाथ जी के बहुत निकट वो स्थान है जहां श्री कृष्ण जी के पैरों मैं बाण लगा था।
वहीं… pic.twitter.com/OTSHj3kjgI— Kangana Ranaut (@KanganaTeam) November 3, 2023