Kangana Ranaut: দিনে ৭-৮ ঘণ্টা মাঠে চাষ করেন কঙ্গনার মা, কেন তাঁর এত অভাব?

Kangana Ranaut: টুইট করে কঙ্গনা পোস্ট করেছেন তাঁর মায়ের একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, মাঠে চাষ করছেন তাঁর মা।

Kangana Ranaut: দিনে ৭-৮ ঘণ্টা মাঠে চাষ করেন কঙ্গনার মা, কেন তাঁর এত অভাব?
কঙ্গনা রানাওয়াত।

| Edited By: Sneha Sengupta

Feb 27, 2023 | 6:08 PM

একটি সরকারী স্কুলে সংস্কৃতের শিক্ষিকা ছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের মা আশা রানাওয়াত। এখনও খুব সাধারণভাবেই জীবন অতিবাহিত করেন তিনি। মেয়ে বড় তারকা হয়ে গিয়েছেন বলে তাঁর জীবনধারণে কোনও পরিবর্তন আসেনি। জানিয়েছেন কঙ্গনা নিজে। টুইট করে কঙ্গনা পোস্ট করেছেন তাঁর মায়ের একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, মাঠে চাষ করছেন তাঁর মা।

সোমবার এই টুইটটি করে কঙ্গনা লিখেছেন, “প্লিজ় দেখুন আমার কারণে কিন্তু আমার মা ধনী নন। আমি রাজনীতিকদের পরিবারের মেয়ে। সেই পরিবারে আছেন আমলা এবং ব্যবসায়ীরাও। ২৫ বছর ধরে আমার মা শিক্ষককতা করেছেন। ফিল্ম মাফিয়াদের বোঝা উচিত, আমার এই মানসিকতা আসলে কোথা থেকে এসেছে। আমি কেন নগণ্য কাজ করতে পারি না। কোনও বিয়েতে গিয়ে নাচতে পারি না।”

এখনও পর্যন্ত নিয়মিত মাঠে ৭ থেকে ৮ ঘণ্টা চাষের কাজ করেন আশাদেবী। ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে কঙ্গনা লিখেছিলেন, তাঁর মা বাইরে রেস্তোরাঁয় খেতে যেতে পছন্দ করেন না, বিদেশে বেড়াতে যান না, মেয়ের ফিল্মের সেটে আসেন না, এমনকী, মুম্বইয়ে মেয়ের কাছে থাকতেও যান না। এই কাজগুলো তাঁকে করতে বলা হলে আশাদেবী সকলকে বকুনি দিয়ে ওঠেন। খুব জোরে ধমকে দেন।

ফিল্ম মাফিয়াদের উদ্দেশে সোমবার আরও অনেক কথা লিখেছেন কঙ্গনা। তিনি লিখেছেন, “আমার অ্যাটিটিউডকে আমার দুর্ব্যবহার ভেবে এসেছেন মুভি মাফিয়ারা। আমার মা কিন্তু আমাকে নুন আর রুটি খেয়ে জীবন কাটানোর শিক্ষা দিয়েছেন। কারও সামনে ভিক্ষে করতে শেখাননি তিনি। আমাকে নানা নামে ডাকেন মানুষ। আমাকে অনেকে পাগলও বলেন। তার কারণ হয়তো আমি অন্য মেয়েদের মতো গুজগুজ-ফুসফুস করি না, পরনিন্দা-পরচর্চাও করি না। আমি কোনওদিনও কারও বিয়েতে নাচিনি। কোনও নায়কের ঘরে যাইনি। এই জন্যই কি আমাকে টার্গেট করা হয়েছে, দলছুট করে দেওয়া হয়েছে?”