দীপাবলিতে সেই অর্থে সর্বভারতীয় স্তরে কোনও ছবি রিলিজ় করেনি। ঋষভ শেট্টি পরিচালিত কন্নড় ছবি ‘কান্তারা’ মুক্তি পায় ৩০ সেপ্টেম্বর। একাধিক স্থানীয় ভাষায় ডাব করেও মুক্তি পায় ছবি। কয়েক সপ্তাহ আগে তামিল ভাষা মুক্তি পায় ‘কান্তারা’। এই মুহূর্তে তামিল নাড়ুর ১০০টি সিনেমা হলে রমরমিয়ে চলছে এই ছবি। উল্লেখ্য, গত সপ্তাহেই তামিলে দুটি ছবি মুক্তি পেয়েছিল – কার্তিকের ‘সর্দার’ এবং শিবাকার্তিকেয়ার ‘প্রিন্স’।
তামিল ভাষায় দারুণ ফল করেছে ‘কান্তারা’। সেই ইন্ডাস্ট্রির সুপারস্টাররাও তারিফ করেছে ছবিটির। তামিল ‘গড’ রজনীকান্ত বলেছেন, ‘কান্তারা’ ভারতীয় সিনেমার মাস্টারপিস।
তেলুগু রাজ্যে আশাতীত ফল করেছে ‘কান্তারা’। তেলুগু ডিস্ট্রিবিউটার আল্লু অরবিন্দ ৩২ কোটি টাকার ব্যবসা করেছে ‘কান্তারা’র জন্য। তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে ৭০০টি সিনেমা হলে চলছে ‘কান্তারা’।
অন্যদিকে দীপাবলি উপলক্ষ্যে দুটি হিন্দি ছবি মুক্তি পায় বলিউডে। একটি অক্ষয় কুমারের ‘রাম সেতু’ এবং অজয় দেবগণের ‘থ্য়াঙ্ক গড’। দুই মহা তারকার দুটি বড় ছবি মুক্তি পাওয়ার পরও হিন্দি ভাষায় ডাব হওয়া ‘কান্তারা’ ৩০ কোটি টাকার ব্যবসা করেছে।
দেশের বিভিন্ন ট্রেড অ্যানালিস্টদের বক্তব্য়, হিন্দি ভাষার নিরিখে মণিরত্নমের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘পোনিইন সেলভান’-এর সাফল্যকে ছাপিয়ে গিয়েছে ‘কান্তারা’। সারা বিশ্বে মুক্তি পেয়েছে ‘কান্তারা’ও। ২০০ কোটি টাকার ব্যবসা করে ফেলে ইতিমধ্যেই।