কিম কারদাশিয়ানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বিয়াঙ্কা সেনসরিকে বিয়ে করেছেন মার্কিনী র্যাপার কানইয়ে ওয়েস্ট। যদিও বিয়ের কথা এখনও নিশ্চিত করেননি তাঁরা তবু গুঞ্জন সেটাই জানাচ্ছে। তবে সেটা খবর নয়, বিগত বেশ কিছু দিন ধরেই উদ্ভট সব পোশাকের কারণে শিরোনাম দখল করে রাখছেন ওই দম্পতি। সম্প্রতি ফ্লোরিডার এক হোটেল থেকে বের হতে দেখা যায় দু’জনকে। সেখানেই দেখা যায়, কানইয়ে নিজেকে আদ্যপান্ত মুড়ে রাখলেও বিয়াঙ্কার সঙ্গী শুধুই এক বালিশ। তবে কি নগ্ন হয়েই ফ্লোরিডার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি?
খুব ভাল ভাবে লক্ষ্য করলে দেখা যাবে বিয়াঙ্কা নগ্ন নন। গায়ের রঙের সঙ্গে মিল খাওয়া এক পোশাক পরেছেন তিনি। হঠাৎ করে দেখলে চমকে যেতেই হয়। কিন্তু কেন এমন অদ্ভুত পোশাক পরা শুরু করেছেন দু’জনে। সূত্র জানাচ্ছে, এ আদপে কানইয়ের পাব্লিসিটি স্টান্ট। বহুদিন ধরে তাঁর কোনও অ্যালবাম বের হচ্ছে না। সামনেই কথা রয়েছে তাঁর অ্যালবাম মুক্তির। তাঁকে নিয়ে যাতে কথা হয়, হয় আলোচনা– তেমনটাই চাইছেন কানইয়ে। আর সেই কারণেই স্ত্রীকেও কার্যত বাধ্য করছেন ওই সব পোশাক পরতে। স্ত্রীও সায় দিচ্ছেন সেই কথায়। তাঁদের নিয়ে হচ্ছে কথাও, ঠিক যেমনটা চেয়েছিলেন তাঁরা। কিম কারদাশিয়ানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কানইয়ে নিয়ে কম কথা হয়নি। নেটদুনিয়া থেকে বিরতি নিয়ে আবারী ফিরে এসেছেন তিনি। প্রাক্তন শাশুড়ির প্রতি ঘৃণা ও অভিযোগও উগরে দিয়েছেন। এবার এই পোশাক বিতর্ক, কানইয়ে থামবেন কোথায়?