প্রিয়াঙ্কা চোপড়া ও অনুষ্কা শর্মার কেরিয়ার শেষ করতে চেয়েছিলেন করণ জোহর! সম্প্রতি তাঁর নামে এ হেন অভিযোগ উঠে এসেছে। ভাইরাল হয়েছে এক ভিডিয়ো যেখানে করণ নিজেই হাসতে হাসতে বলেন, “আমি ওর কেরিয়ারকে হত্যা করতে চেয়েছিলাম, ছবি থেকে বাদ দিতে চেয়েছিলাম।” ওদিকে আবার প্রিয়াঙ্কাও অভিযোগ এনেছেন বলিউডে তাঁকে একঘরে করে দেওয়ার। সোশ্যাল মিডিয়ায় তীব্র তুলোধনা হচ্ছে তাঁকে ঘিরে। এই সব বিতর্কের মধ্যেই করণের এক পোস্ট যেন উস্কে দিল বিতর্ক। করণ তাঁর ইনস্টাগ্রামে লেখেন, “যা দাগ দেওয়ার আছে দিতে থাক, আমি মাথা ঝোঁকাব না। মিথ্যের চাকর হতে পারব না। আমি ওরকম না যে অন্যায়ের কাছে নত হব, মিথ্যে অভিযোগের কাছে হার মানব। আমার কাজই আমার জয়। তুমি তলোয়ার তুলে নিতেই পারব, আমি মরে যাব না।” এর পরেই নেটিজেনদের একাংশের ধারণা করণের ওই পোস্ট আদপে ওই সব মানুষদের বিরুদ্ধেই যারা তাঁকে নিয়ে ট্রোল করছেন।
করণের নাম না করেই বলিউড নিয়ে কী বলেছিলেন প্রিয়াঙ্কা? তিনি বলেন, “আমাকে কোনায় ঠেলে দেওয়া হচ্ছিল। আমায় ছবিতে নেওয়া হচ্ছিল না। খেলতে পারি না। ক্রমাগত রাজনীতির শিকার হতে হতে আমি ক্লান্ত হয়ে পড়ছিলাম। আমার ব্রেকের দরকার ছিল।” আর সেই কারণেই নাকি হলিউডে নোঙর ফেলেন প্রিয়াঙ্কা। ম্যানেজারের প্রস্তাব অনুযায়ী কাজ শুরু করেন, আন্তর্জাতিক মিউজিক ভিডিয়োতে। এখানেই থামেননি তিনি। যোগ করেন, “আমার কেরিয়ার নষ্ট করতে উঠে পড়ে লেগেছিল ওঁরা আমার কাজ নিয়ে নিচ্ছিল। শুধু ছবি থেকে বাদ দিয়ে দেওয়াই নয়, আমায় যাতে না নেওয়া হয় সেই ব্যবস্থাও করছিল অনবরত।” এই ওঁরা কারা? প্রিয়াঙ্কার মতো প্রথম সারির অভিনেত্রীর এ হেন অভিযোগে তোলপাড় হয়েছিল বলিউড। ঘি ঢেলেছিলেন কঙ্গনা রানাওয়াত। করণের নাম তিনিই প্রথম তোলেন। ঘোষণা করেন, করণই শেষ করতে চান তাঁর কেরিয়ার। যদিও প্রিয়াঙ্কা বা অনুষ্কা কেউই করণের বিরুদ্ধে প্রত্যক্ষ ভাবে কিছু বলেননি, তবু ট্রোল যে থামার নয়।