আমিশা প্যাটেল— এই মুহূর্তে তিনি ট্রেন্ডিং। ‘গদর ২’ সুপারহিট। এই মুহূর্তে প্রায় ৫০০ কোটির ব্যবসা করেছে এই ছবি। আর হিট হতেই করিনা কাপুর খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য তাঁর। অনেকেরই জানা রাকেশ রোশন পরিচালিত ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির মধ্যে দিয়েই ইন্ডাস্ট্রিতে ডেবিউ করার কথা ছিল করিনার। যদিও কিছু দিন শুটের পরেই ওই ছবি ছেড়ে বেরিয়ে আসেন তিনি। বলিউডের বিভিন্ন সূত্র মারফৎ জানা যায়, করিনার মা ববিতা ওই ছবি নিয়ে বিশেষ সন্তুষ্ট ছিলেন না। তাঁর মনে হয়েছিল ছবইতে মেয়েকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে। ফোকাস শুধু হৃতিক রোশনের দিকে। তবে আমিশার বক্তব্য, করিনা নিজে থেকে ওই প্রজেক্ট ছেড়ে যাননি, তাঁকে কার্যত বের করে দেওয়া হয়। তাঁর কথায়, “রাকেশজি (রাকেশ রোশন) আমায় বলেন, যে তিনিই করিনাকে ওই ছবি ছেড়ে বেরিয়ে যেতে বলেন। কারণ ওঁদের দু’জনের মধ্যে মতের নানাবিধ পার্থক্য হচ্ছিল। করিনার ব্যভারে সবাই খুব অবাক হয়ে যায়। শট রেডি, সেট রেডি তিন দিনের মধ্যে নতুন অভিনেত্রী খুঁজে পাওয়াটাও বেশ চাপের ছিল। এরই মাঝে এক বিয়েবড়িতে রাকেশজি আমায় দেখতে পান। আর এর পর থেকেই বলতে থাকেন, ‘আমি আমার সোনিয়া (ছবিতে আমিশার চরিত্রের নাম)কে পেয়ে গিয়েছি। ও হ্যাঁ বললেই কেল্লাফতে।”
যদিও আগে এক সাক্ষাৎকারে করিনা জানিয়েছিলেন, তিনি ওই ছবিতে অভিনয় না করে খুশি। তিনি বলেছিলেন,”ওর বাবা পাঁচ ঘণ্টা ধরে ছেলের ক্লোজ আপই নিত। আমিশার জন্য পাঁচ সেকেন্ডও ব্যয় করা হয়নি। ফিল্মের প্রায় অর্ধেক অংশ জুড়ে আমিশার মুখের পিম্পল, চোখের তলায় কালো দাগ সব বোঝা গিয়েছে। পরিচালকের সে দিকে খেয়াল ছিল না।” এবার আমিশার এই বক্তব্যে করিনা কী বলেন সেটাই দেখার।