AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kareena Kapoor-Twinkle Khanna: কোন ছবিতে টুইঙ্কল খান্নার চরিত্রে অভিনয় করেছিলেন করিনা কাপুর খান?

করিনা কাপুর খান একাধিক ছবিতে কাজ করেছেন টুইঙ্কলের স্বামী অভিনেতা অক্ষয় কুমারের বিপরীতে।

Kareena Kapoor-Twinkle Khanna: কোন ছবিতে টুইঙ্কল খান্নার চরিত্রে অভিনয় করেছিলেন করিনা কাপুর খান?
করিনা কাপুর খান এবং টুইঙ্কল খান্না।
| Edited By: | Updated on: Feb 01, 2022 | 6:29 PM
Share

টুইঙ্কল খান্নার চ্যাট শোয়ের অতিথি হয়ে এসেছিলেন করিনা কাপুর খান। যে করিনা কাপুর খান একাধিক ছবিতে কাজ করেছেন টুইঙ্কলের স্বামী অভিনেতা অক্ষয় কুমারের বিপরীতে। টুইক ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলের এই চ্যাট শোয়ে টুইঙ্কল মূলত মহিলাদের স্বাস্থ্য, ভাল থাকা, বাচ্চা প্রতিপালন, কেরিয়ার ও সম্পর্ক নিয়েই আলোচনা করেন তাঁর অতিথিদের সঙ্গে। একটি এপিসোডে টুইঙ্কেল তাঁর অতিথি করিনার সঙ্গে ‘গুড নিউজ়’ ছবিটি নিয়ে আলোচনা করেন। ছবিতে করিনা-অক্ষয় ছাড়াও ছিলেন দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আডবানী।

টুইঙ্কল করিনাকে বলেন, “আমি যখন ‘গুড নিউজ়’ দেখছিলাম বার বারই মনে হচ্ছিল তুমি আমার চরিত্রটা পর্দায় ফুটিয়ে তুলেছ।” করিনা সঙ্গে সঙ্গে বলে ওঠেন, “এটা হয়তো অনেকেই জানেন না, আমি ওই ছবিতে তোমার চরিত্রেই অভিনয় করেছিলাম।”

টুইঙ্কলের সংযোজন, “ছবিতে তুমি যে যে সংলাপ বলেছ, তাঁর বেশিরভাগই আমি বাস্তব জীবনে বলে থাকি। একদিন আমি অক্ষয়কে বলেছিলাম, তোমরা পুরুষরা জানো মহিলাদের সব কাজ করতে হয়। কিন্তু তোমরা কী করো। সন্তান প্রতিপালনে তোমাদের ভূমিকা কোথায়। তোমরা মুখ বানিয়ে চলে যাও। এই কথা শুনে ছবিতেও সেটাই রেখেছে অক্ষয়। পরে দেখে আমি তো অবাক হয়ে যাই।”

করিনা যোগ করেন, “সত্যি, আমার মনে আছে। আমি আমার মোনোলগ মুখস্থ করে এসেছিলাম। অক্ষয় আমাকে এসে এই লাইনগুলো বলতে বলেছিল। আমি শকে চলে গিয়েছিলাম। অক্ষয় নাছোড়বান্দা ছিল। বার বার বলতেই থাকে আমিকে এই লাইনগুলো নাকি যোগ করতেই হবে। আমি তিন সপ্তাহ ধরে মুখস্থ করেছিলাম মোনোলগ। তারপর বলে, এই লাইন রাখতেই হবে কারণ তুমি বলেছ।”

২০১৯ সালে মুক্তি পায় ‘গুড নিউজ়’। ইনভিট্রো ফার্টিলাইজ়েশনের মাধ্যমে কীভাবে সন্তানের জন্ম হয়, তাই নিয়ে ছিল গল্প। ছবির পরিচালক রাজ মেহতা চিত্রনাট্যও লিখেছেন। প্রযোজকের আসনে ধর্মা প্রোডাকশনস ও কেপ অফ গুড ফিল্মস। দর্শকের পছন্দ হয়। সমালোচকরা গ্রিন সিগনাল দিয়েছিলেন।

আরও পড়ুন: Sreelekha Mitra: শুটিংয়ে ব্যস্ত শ্রীলেখা, চলছে ‘…এবং ছাদ’-এর শুটিং!