Kartik Aaryan: কার্তিক পারলেও পারেননি অক্ষয়, নীতির বিরুদ্ধে গিয়ে লুফে নেন ১৫ কোটির ‘অফার’!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 16, 2022 | 10:41 PM

Kartik Aaryan: কার্তিক ছিলেন তাঁর সিদ্ধান্তে অবিচল। নাম প্রকাশে অনিচ্ছুক অ্যাডগুরুর কথায়...

Kartik Aaryan: কার্তিক পারলেও পারেননি অক্ষয়, নীতির বিরুদ্ধে গিয়ে লুফে নেন ১৫ কোটির অফার!
কার্তিক পারলেও পারেননি অক্ষয়

Follow Us

এক নয়, দুই নয়, ১৫ কোটি টাকা— কিন্তু নীতির বিরুদ্ধে গিয়ে কাজ! রাজি হননি কার্তিক আরিয়ান। অন্যদিকে ওই নীতি-বিরুদ্ধ কাজ হলেও ১৫ কোটির প্রস্তাব ফেরাতে পারেননি অক্ষয়। ফল, নেটিজেনদের প্রতিবাদ। অক্ষয়ের ই মেজের উপর সরাসরি আঙুল। এক পানমশলা কোম্পানির মুখ হওয়ার জন্য অফার দেওয়া হয়েছিল কার্তিককে। কিন্তু কার্তিক কিছুতেই রাজি হননি। তামাকজাত দ্রব্যের প্রচারে না করে দিয়েছিলেন সহজেই। অথচ ওই সংস্থারই মুখ দুই সুপারস্টার– অজয় দেবগণ ও শাহরুখ খান।

তাতে কী? কার্তিক ছিলেন তাঁর সিদ্ধান্তে অবিচল। নাম প্রকাশে অনিচ্ছুক অ্যাডগুরুর কথায়,  “ওরা (সংস্থা) নতুন প্রজন্মের কাউকে নিতে চেয়েছিল। কার্তিকের থেকে ভাল তা কেই বা হতে পারে? তাই শাহরুখ ও অজয়ের পর অফার গিয়েছিল তাঁর কাছে। কিন্তু কার্তিক প্রথম বার শুনেই না বলে দিয়েছিলেন। এরপরেই সে অফার যায় অক্ষয় কুমারের কাছে।” ইন্ডাস্ট্রিতে অক্ষয় পরিচিত তাঁর ফিটনেসের জন্য। তিনি মদ্যপান করেন না। ধূমপান থেকেও শত যোজন দূরে। সেখানে দাঁড়িয়ে কী করে তিনি তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনদের একটা বড় অংশ। এরপরেই যদিও ওই ব্র্যান্ডের মুখ হওয়া থেকে সরে আসেন অক্ষয়। এমনকি সকলের কাছে ক্ষমাও চেয়ে নেন।

তবে কার্তিকের এই সংবাদ প্রকাশ্যে আসতেই তাঁর প্রশংসায় নেটিজেনরা। তিনি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। নেপথ্যে নেই স্টারকিড ব্যাকগ্রাউন্ড, তা সত্ত্বেও তিনি যেভাবে লোভ সামলিয়েছিলেন তাতেই আপ্লুত কার্তিক ভক্তরা। এই মুহূর্তে কার্তিক বিজ্ঞাপন নির্মাতাদের অন্যতম পছন্দের। তাঁর ছবির অফারও রয়েছে বেশ। ‘আউট সাইডার’ হয়েও কার্তিকের এই সাফল্য অনেকের কাছেই যে বেশ গর্বের তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।

Next Article