KGF 2: প্রয়াত কেজিএফ ২ খ্যাত অভিনেতা মোহন, শোকের ছায়া শিল্পীমহলে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 07, 2022 | 4:45 PM

KGF 2: তামিল, তেলুগু ও মালায়ালাম ছবি মিলিয়ে প্রায় ১০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন মোহন।

KGF 2: প্রয়াত কেজিএফ ২ খ্যাত অভিনেতা মোহন, শোকের ছায়া শিল্পীমহলে
শোকের ছায়া শিল্পীমহলে

Follow Us

প্রয়াত অভিনেতা-কমেডিয়ান মোহন জুনেজা। বয়স হয়েছিল ৫৪ বছর। দীর্ঘদিন রোগভোগের পর শনিবার প্রয়াত হয়েছেন তিনি। বেঙ্গালুরুর এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বেশ কিছু দিন ধরেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না মোহন। অবশেষে এ দিন চলে গেলেন তিনি।

তামিল, তেলুগু ও মালায়ালাম ছবি মিলিয়ে প্রায় ১০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন মোহন। শুধু কমেডি চরিত্রেই অভিনয় করেছেন এমনটা কিন্তু নয়, ভিলেনের চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েহে তাঁকে। তাঁর বিখ্যাত ছবির মধ্যে অন্যতম হল চেল্লাতা। দর্শন, উপেন্দ্র, রাজকুমারের মতো বিখ্যাত অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি।

কেজিএফ পরিবারেরও অন্তর্গত ছিলেন তিনি। অভিনয় করেছেন দ্বিতীয় পার্টে। এ দিন কেজিএফের প্রযোজনা সংস্থার তরফেও তাঁর জন্য এক শোকবার্তা প্রকাশ করা হয়েছে। লেখা হয়েছে, “ওর পরিবারের প্রতি আমাদের সমবেদনা। তিনি আমাদের কেজিএফ পরিবারের অংশ ছিলেন।” অভিনেতা গণেশও টুইটারে শোকপ্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির অনেকেই। অনুরাগীদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।


 

Next Article