Khushbu Sundar: ‘৮ বছর বয়সে বাবা আমাকে যৌন নির্যাতন করে’, বিস্ফোরক বিজেপি নেত্রী

Khushbu Sundar: বাবার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী খুশবু সুন্দর। মাত্র ৮ বছর বয়সে বাবার দ্বারা শারীরিক হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে...

Khushbu Sundar: '৮ বছর বয়সে বাবা আমাকে যৌন নির্যাতন করে', বিস্ফোরক বিজেপি নেত্রী
যৌন নির্যাতনের বিস্ফোরক অভিযোগ বিজেপি নেত্রীর
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2023 | 10:57 PM

বাবার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী খুশবু সুন্দর। মাত্র ৮ বছর বয়সে বাবার দ্বারা শারীরিক হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে, হয়েছিল যৌন নির্যাতন– এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। খুশবু মূলত তামিল অভিনেত্রী। যদিও তাঁর রাজনীতি যোগও রয়েছে। সম্প্রতি জাতীয় মহিলা কমিশনে সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছেন। এরই পাশাপাশি তিনি বিজেপি নেত্রীও। এক সাক্ষাৎকারে খুশবু বলেন, “আমার মনে হয় একজন শিশু যখন হেনস্থার শিকার হয়, তখন তা তার গোটা শৈশবটাইকেই তছনছ করে দেয়, ছেলে মেয়ে বলে নয়, সব শিশুর ক্ষেত্রেই একই জিনিস প্রযোজ্য।” নিজের কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমার মা খুব খারাপ একটা বৈবাহিক জীবন কাটিয়েছে। আমার বাবা মনে করত স্ত্রীকে প্রহার করা তার বুঝি জন্মগত অধিকার। ছেলে মেয়েদের মারা তার অধিকার। আর তার একমাত্র মেয়েকে যৌন হেনস্থাও বুঝি করা যায়। তখন আমার মাত্র আট বছর বয়স।” খুশবু জানিয়েছেন, ওই সময় এ বিষয়ে মুখ খুলতে পারেননি তিনি। মনে হত নিজের বাবার বিরুদ্ধে এই অভিযোগ বুঝি বিশ্বাস করবেন না মা। তবে বয়স পনেরো হওয়ার পর আর চুপ থাকতে পারেননি তিনি। প্রতিবাদে সামিল হয়েছিলেন। কিন্তু ১৬ বছর হতে না হতেই পরিবারে নেমে আসে চরম বিপর্যয়। বাবা ছেড়ে চলে যান তাঁদের। খুশবুর কথায়, “পরের দিন কী খাব তা জানতাম না”।

তবে সেই সময় কাটিয়ে এসেছেন খুশবু। এখন তিনি অভিনেতা, প্রযোজক ও একই সঙ্গে টিভির উপস্থাপকও বটে। তাঁর রাজনৈতিক কেরিয়ারও বেশ পোক্ত। প্রথমে তিনি ডিএমকে যোগদান করেন। এর পর যোগ দেন কংগ্রেসে। যদিও সেখানেও বেশিদিন কাটেনি তাঁর। এরপর শেষমেশ তিনি যোগদান করেন বিজেপিতে। তামিল নাড়ুর বিধানসভা ভোটে দাঁড়ানও তিনি। কিন্তু ডিএমকে প্রার্থীর কাছে হেরেও যান। খুশবুর ছোটবেলার এই দুঃসহ ঘটনার কথা সামনে আসতেই শুরু হয়েছে আলোচনা। অনেকেই জানিয়েছেন, ছোটবেলায় কোনও না কোনও সময়ে এমন ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁদেরও।