Bollywood Jodi: সিদ্ধার্থ-কিয়ারার ডিনার ডেট, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কীসের ছবি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 29, 2022 | 7:55 AM

Relationship: সে গোপন সূত্রে ডেটিংই হোক বা প্রকাশ্যে কোনও অনুষ্ঠানে উপস্থিতি হোক, একসঙ্গে দেখা মানে ভক্ত মনে একটাই প্রশ্ন। কবে বিয়ের পিঁড়িতে বসছে এই জুটি।

Bollywood Jodi: সিদ্ধার্থ-কিয়ারার ডিনার ডেট, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কীসের ছবি
ব্যস, সেই থেকেই শুরু তাঁদের প্রেমের গল্প। সেই প্রেমই পরিণতি পাচ্ছে খুব তাড়াতাড়ি।

Follow Us

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী বর্তমানে বলিউডের অন্যতম চর্চিত জুটি। আলিয়া-রণবীরের বিয়ের পর থেকে এই জুটির বিয়ের পর, যে খবরে চোখ যে রেখে চলেছে নেট দুনিয়া, তা হল এই জুটির বিয়ে। তাঁদের প্রতিটি পদক্ষেপই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। ‌ সে গোপন সূত্রে ডেটিংই হোক বা প্রকাশ্যে কোনও অনুষ্ঠানে উপস্থিতি হোক, একসঙ্গে দেখা মানে ভক্ত মনে একটাই প্রশ্ন। কবে বিয়ের পিঁড়িতে বসছে এই জুটি। সে প্রশ্নের উত্তর এখনই না মিললেও সম্প্রতি ঝমকালো ডিনার ডেটিংয়ে ভাইরাল হলেন এই জুটি। তবে ব্যক্তিগত সম্পর্কে সূত্র এই ডিনার ডেটের আয়োজন নয়। বরং তাঁরা একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত রয়েছে। সেই সেট থেকে একাধিক ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল।

কেউ কেউ শেরশাহর ফ্রেমের সঙ্গে এই বিজ্ঞাপনের ফ্রেমের তুল্যমূল্য আলোচনা করে বসলেন। কেউ কেউ লিখলেন, রাত কত তাড়াতাড়ি পাল্টে যায়। সম্প্রতি জুটিকে দেখা গিয়েছে বলিউড ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়ি থেকে বেরোতে। তবে থেকেই বিয়ের গুঞ্জন তুঙ্গে। তবে কি নতুন বছর পড়লেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি! তা নিয়ে এখনও ধোঁয়াশা বর্তমান। সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী সম্পর্কের খবর শেরশাহ ছবি থেকেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়।

তবে কিছুদিনের মধ্যে বিচ্ছেদের পথেই হেঁটেছিলেন কিয়ারা আডবাণী। শোনে গিয়েছিল কার্তিক আরিয়ানের সঙ্গে গোপনের সম্পর্কে জড়িয়েছেন তিনি। পরবর্তীতে সে খবর ভুয়ো প্রমাণিত হয় এবং আবারও সিদ্ধার্থের কাছে কিয়ারাকে ফিরতে দেখে সকলে। কিয়ারা সিদ্ধার্থের এই সিদ্ধান্তে এক কথায় ভক্ত মহলে খুশির জোয়ার বয়েছিল। এবার শুধু বিয়ের খবরের অপেক্ষা মাত্র।

Next Article