Bollywood Gossip: বিয়ের চার মাসের মধ্যেই কিয়ারার স্বামী অন্য কেউ! ‘কী করে পারলেন’, উঠছে প্রশ্ন

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 13, 2023 | 4:53 PM

Bollywood Gossip: ধুমধাম করে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। কিন্তু বিয়ের মাত্র চার মাসের মধ্যেই তাঁর স্বামী অন্য কেউ! নেটপাড়ায় হচ্ছে নিন্দে। সবার একটাই প্রশ্ন, "কী করে পারলেন?" ঠিক কী হয়েছে যে অভিনেত্রীকে নিয়ে এত নিন্দে? 

Bollywood Gossip: বিয়ের চার মাসের মধ্যেই কিয়ারার স্বামী অন্য কেউ! কী করে পারলেন, উঠছে প্রশ্ন
কিয়ারা-সিদ্ধার্থ।

Follow Us

 

ধুমধাম করে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। কিন্তু বিয়ের মাত্র চার মাসের মধ্যেই তাঁর স্বামী অন্য কেউ! নেটপাড়ায় হচ্ছে নিন্দে। সবার একটাই প্রশ্ন, “কী করে পারলেন?” ঠিক কী হয়েছে যে অভিনেত্রীকে নিয়ে এত নিন্দে?  সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের পর তাঁদের বিয়ের ছবিগুলি বেশ ভাইরাল হয়েছিল। যে পোজে তাঁরা ছবি দিয়েছিলেন, তাতে অবাক হয়েছিল নেটিজেন। তবে গতকাল অর্থাৎ সোমবার আচমকাই দেখা গেল, কার্তিক আরিয়ানের সঙ্গে ‘বিয়ের’ এক ছবি শেয়ার করেছেন তিনি। শুধু কিয়ারাই নন, ছবি শেয়ার করেছেন কার্তিক নিজেও। ছবি শেয়ার করে তিনি লেখেন, “আমাদের পছন্দকে আপনার পছন্দ বানানোর জন্য ধন্যবাদ। ভালবাসার জন্য সকলকে ধন্যবাদ।” নেটিজেনদের নজর এড়ায়নি, ঠিক যে পোজে সিদ্ধার্থের সঙ্গে নিজের সত্যি বিয়ের ছবি শেয়ার করেছিলেন কিয়ারা, সেই একই পোজে কার্তিকের সঙ্গেও ছবি তাঁর। সেই একই হাসি, নেপথ্যে এই একই প্রাসাদ। আর বিয়ের লেহেঙ্গাও প্রায় এক। আর এতেই নেটিজেনদের একটা বড় অংশ দিয়েছেন ক্ষোভ উগরে। একজন লেখেন, “হঠাৎ করে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। একই পোজে কেন ছবি দিলেন?” অপরজনের মন্তব্য, “জানি, এ আপনাদের আগামী ছবির প্রচারের জন্য করা স্টান্ট, কিন্তু প্রশ্ন একটাই, এভাবে রিল ও রিয়েলকে মিশিয়ে দিলেন?”

আগামী ২৯ জুন মুক্তি পাবে কার্তিক ও কিয়ারার ছবি ‘সত্যপ্রেম কি কথা’। সেই ছবির গান ‘আজ কে বাদ’ মুক্তি পেয়েছে সদ্য। আর সেই গানেরই এক স্টিল ছবি ওইটি। গানটি যাতে প্রচারে আসে, তা নিয়ে যাতে কথা হয়, সেই কারণেই ওরকম এক বিতর্কিত ছবি শেয়ার করেছিলেন দু’জনে, যা নেটিজেনদের একটা বড় অংশ ভালভাবে নেয়নি। যদিও তাঁদের উদ্দেশ্য সফল। এক ঘণ্টার মধ্যে এই গানের ভিউজ ছাড়িয়েছে প্রায় ২১ মিলিয়ন, যা একেবারেই মুখের কথা নয়। প্রসঙ্গত, বিয়ের পর এটিই হতে চলেছে কিয়ারার প্রথম ছবি। ছবিতে তিনি ও কার্তিক ছাড়াও রয়েছেন, সুপ্রিয়া পাঠক, গজরাজ রাও, শিক্ষা তালসানিয়াসহ অনেকেই।

 

যে ছবি নিয়ে হচ্ছে চর্চা 

 

Next Article