ডিসেম্বরের মাঝামাঝি অথবা জানুয়ারির শুরু থেকেই সাধারণত কলকাতা চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় প্রতিবার। তবে এবার যেন তা হতে চলেছে খানিক আলাদা। জানা যাচ্ছে, আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে টলিউড তো বটেই দেখা যাবে একগুচ্ছ বলিতারকাকে। এর আগে রাখীর দিন অমিতাভ বচ্চনের বাড়ি থেকে বের হওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন বিগ-বি’কে। প্রতি বছরই দেখা যায় তাঁকে। এবারেও যে তিনি থাকবেন তা একপ্রকার নিশ্চিত। জয়া বচ্চনের সঙ্গে সুসম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের। থাকার কথা তাঁরও।
এখানেই শেষ নয়, এও জানা যাচ্ছে, আমন্ত্রণ পৌঁছে গিয়েছে অনীল কাপুরের কাছে। তাঁর দিক থেকেও নাকি মিলেছে সবুজ সংকেত। সব ঠিক থাকলে এবার মঞ্চ আলো করবেন বলিউডের এই এভারগ্রীন অভিনেতাও। গত বছরের কলকাতা চলচ্চিত্র উৎসবের আসন আলো করেছিলেন শাহরুখ খান। বাংলায় বেশ বড়সড় এক ভাষণ দিতেও দেখা গিয়েছিল তাঁকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সখ্যর জেরে আমন্ত্রণ পৌঁছেছে তাঁর কাছেও। যদিও তিনি এখনও আসবেন কিনা এ ব্যাপারে নিশ্চিত কোনও তথ্য নেই। দেখা যেতে পারে সলমন খানকেও। রাখীর দিনে সে রকমই আভাস দিয়েছিলেন মমতা। বলেছিলেন, “শাহরুখ-সলমনও আসবে। অনিল কাপুরও হ্যাঁ বলেছেন।” আপাতত কিছু দিনের অপেক্ষা। শীঘ্রই নবান্ন তরফে প্রকাশ পেতে পারে আমন্ত্রিত শিল্পীদের গোটা নাম।