সিনে দুনিয়ায় এখন দক্ষিণী সুপারস্টারদের দাপট, একের পর এক ভাল ছবি মুক্তি পাচ্ছে সিনে দুনিয়ায়। যার মধ্যে কেজিএফ ২ অন্যতম। কেজিএফ প্রথম চ্যাপ্টার মুক্তি পাওয়ার পর থেকেই তা জনপ্রিয় দর্শকমহলে।
এবার কেজিএফ চ্যাপ্টার ২ মুক্তি পেতেই তা বক্স অফিসে রাজত্ব চালাচ্ছে পুরোদমে। সেই ছবির কেন্দ্রে থাকা চরিত্র হল রকি ভাই। বাস্তবে যশ, যাঁর আধিপত্য দক্ষিণী দুনিয়ায় বিস্তর।
ছবির পর্দায় যে স্টার সোনার খনির রাজা, গোটা বিশ্ব জুড়ে দাপটের সঙ্গে রাজত্ব করার স্বপ্ন দেখেন, বাস্তবে তিনি ঠিক কত কোটি টাকার মালিক! জানলে অবাক হবেন!
একটা সময় দক্ষিণী ছবির দুনিয়ায় যশই ছিলেন সব থেকে দামি অভিনেতা। বর্তমানে তিনি মোটের ওপর ছবি পিছু নিয়ে থাকেন ২০ কোটি টাকা। কেজিএফ ছবি করতে তিনি নিয়েছেন মোট ২৫ কোটি টাকা।
বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৩ কোটি টাকা। যশ হলেন ভারতের অন্যতম সর্বাধিক ট্যাক্স জমা দেওয়া সদস্যদের মধ্যে একটি নাম। কর্নাটকে তাঁর বাড়ি রয়েছে, যার দাম ৫ কোটি টাকা।
শরীরচর্চা ও ডায়েট নিয়ে তিনি বেশ সচেতন। সর্বদাই নিজের প্রতি বিশেষ যত্ন নিয়ে থাকেন, লাইট ডায়েটে বিশ্বাসী তিনি, তবে তাঁর তালিকাতে থাকে না কোনও চিট ডায়েট।