KIFF 2023 Opening: মুখ্যমন্ত্রীর পাশের আসনে সলমন, নাচে-গানে KIFF-এর শুভ সূচনা

KIFF: মুখ্যমন্ত্রীর পাশের আসনে বসে অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেল ভাইজানকে। মঞ্চে উঠে 'বাংলার মাটি বাংলার জল...', গেয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

KIFF 2023 Opening: মুখ্যমন্ত্রীর পাশের আসনে সলমন, নাচে-গানে KIFF-এর শুভ সূচনা

| Edited By: জয়িতা চন্দ্র

Dec 05, 2023 | 5:15 PM

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঢাকে কাঠি। মঙ্গলবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে ঠিক বিকেল ৪টে নাগাদ উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। এদিন সলমন খান ভোর ভোরই শহর কলকাতায় পা রেখেছিলেন এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে। যথা সময় ভেনুতে উপস্থিত হতে দেখা যায় তাঁকে। মুখ্যমন্ত্রীর পাশের আসনে বসে অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেল ভাইজানকে। মঞ্চে উঠে ‘বাংলার মাটি বাংলার জল…’, গেয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক যোগে মঞ্চে উঠে গান ধরলেন ইমন চক্রবর্তী, অদিতি মুন্সি, মনোময় ভট্টাচার্য, ইন্দ্রনীল, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর বাগচি। সঞ্চালনায় অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী জুন মালিয়া।

বিশেষ অতিথির তালিতায় এই সন্ধ্যায় উপস্থিত থাকলেন, অনিল কাপুর, মহেশ ভাট, সলমন খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, পালেভ লুঙ্গিন, অ্যাঞ্জেলা, লরেন্স কার্ডিস,প্রমুখেরা। এছাড়াও উপস্থিত গৌতম ঘোষ, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দিপঙ্কর দে, লিলি চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ রায়, অঞ্জন দত্ত, সাবিত্রী চট্টোপাধ্যায়, সব্যবাচী চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী।

সকলকে উত্তরীয় দিয়ে সম্মান জানালেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, টোটা রায়চৌধুরী,  রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, ঋতুপর্না সেনগুপ্ত, রুক্মিনী মৈত্র প্রমুখেরা।