বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের পরিবারের দুঃসংবাদ। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তাঁর ছেলে নিবিড়। আপাতত হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। ঘটনাটি ঘটেছে কানাডায়। সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন নিবিড়। গাড়ি চালাচ্ছেন তিনিই। আচমকাই টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। পুলিশের অভিযোগ, বেপরোয়া গতিতে গাড়িটি চালানো হচ্ছিল। গাড়ির চারজন আরোহীর মধ্যে দু’জনএভর ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর দু’জনকে হাসপাতালে নিয়ে আসা হলে একজন মারা যান অপরজন অর্থাৎ কুমার বিশ্বজিতের ছেলে এই মুহূর্তে লড়াই চালাচ্ছেন।
ইতিমধ্যেই কানাডায় পৌঁছেছেন গায়ক। ছেলের পাশেই আছেন তিনি। ছেলের অবস্থা প্রসঙ্গে গায়ক সংবাদমাধ্যমে ‘প্রথম আলো’কে বলেন, ‘নিবিড়ের আরও একটা অস্ত্রোপচার হতে পারে। চিকিৎসকেরা ভাবছেন, ওর একটা স্ট্রোকও হয়তো হয়েছে। স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিলে এবং জ্ঞান ফিরলে সবার শেষে এই অস্ত্রোপচার করা হবে।’ তবে গায়ক আশ্বস্ত করেছেন নিবিড়ের অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। মস্তিষ্কের জমাট রক্তও অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়েছে বলে খবর, অস্ত্রোপচার হয়েছে পাকস্থলীতেও।
কুমার বিশ্বজিতের একমাত্র ছেলের নিবিড়। পড়াশোনার জন্য তিনি গিয়েছিলেন কানাডায়। কিন্তু এরকম যে ঘটে যাবে তা আঁচ করতে পারেননি কেউই। বিশ্বজিতের স্ত্রীও এই মুহূর্তে কানাডাতেই রয়েছেন। দ্রুত সুস্থ হয়ে উঠুক নিবিড়– আপাতত এই প্রার্থনাই সকলের।