আর সম্পর্কে নেই মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। বি-টাউনে গুঞ্জন আপাতত তেমনটাই। রটেছে, সামাজিক মাধ্যমে ভাইরাল স্টার কুশা কপিলার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। এ নিয়ে যখন চলছে নানা আলোচনা, তখন এই নিয়েই নীরবতা ভাঙলেন খোদ কুশা। কুশা বিরক্ত। তিনি বলেন, “প্রত্যেকদিন নিজের সম্পর্কে অদ্ভুত সব খবর শুনছি। মনে হচ্ছে এবার নিজেকেই নিজের সঙ্গে আলাপ করাতে হবে।” তিনি আরও যোগ করেন, “প্রত্যেক বার নিজের সম্পর্কে এই সব শুনি আর মনে মনে প্রার্থনা করতে থাকি, মা যেন পড়ে না ফেলে।”
না, সম্পর্কের কথা স্বীকার করেননি কুশা। ওদিকে মুখ খোলেননি অর্জুনও। কোথা থেকে এই গুঞ্জনের সূত্রপাত? গত বৃহস্পতিবার এক রেডিট ব্যবহারকারী একটি পোস্ট শেয়ার করে লেখেন, “সবাইকে জানাচ্ছি, অর্জুন ও মালাইকার সঙ্গে কাজ করে এমন একজনের কাছ থেকে খবর পেলাম ওঁরা ব্রেকআপ করেছেন। অর্জুন তো ডেট করতেও শুরু করে দিয়েছেন। জানেন কার সঙ্গে? কুশা কপিলার সঙ্গে।”
এর পরেই শুরু হয় আলোচনা, এরই মধ্যে আগুনে ঘি, কুশার কিছু দিন আগে বিচ্ছেদের ঘটনা। গত জুন মাসে এক বিবৃতির মাধ্যমে কুশা জানান, তিনি ও তাঁর স্বামী জোরওয়ার আলুওয়ালিয়া আর একসঙ্গে নেই। জানান যৌথ ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আপাতত অর্জুনের দিকে তাকিয়ে সকলে, তিনি এই নিয়ে কী উত্তর দেন, এখন সেটাই দেখার। প্রসঙ্গত, বহু দিন ধরেই মালাইকাকে ডেট করছিলেন অর্জুন। আরবাজ খানের সঙ্গে মালাইকার বিচ্ছেদের পর থেকে একসঙ্গে থাকতেও শুরু করেন তাঁরা। কী এমন হল যে আলাদা থাকার গুঞ্জন! উত্তর লুকিয়ে তাঁদের কাছেই।