Kushi movie: বক্স অফিসে ‘কুশি’র ফোয়ারা, সামান্থা-বিজয়ের ছবিটি আয় করল কত?

Kushi movie: অসুস্থ ছিলেন সামান্থা রুথ প্রভু, কিন্তু তা সত্ত্বেও একটি ছবির জন্য দক্ষিণী এই সুপারস্টার পিছিয়ে দিয়েছিলেন তাঁর চিকিৎসার শিডিউল। নয়তো দেরি হত আরও।

Kushi movie: বক্স অফিসে 'কুশি'র ফোয়ারা, সামান্থা-বিজয়ের ছবিটি আয় করল কত?
সামান্থা-বিজয়ের ছবিটি আয় করল কত?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2023 | 1:53 PM

অসুস্থ ছিলেন সামান্থা রুথ প্রভু, কিন্তু তা সত্ত্বেও একটি ছবির জন্য দক্ষিণী এই সুপারস্টার পিছিয়ে দিয়েছিলেন তাঁর চিকিৎসার শিডিউল। নয়তো দেরি হত আরও। ছবির নাম ‘খুশি’, যে ছবি নিয়ে আপাতত মেতে রয়েছে দক্ষিণ ভারত। বিজয় দেবেরাকোন্ডা ও সামান্থা রুথ প্রভু আবারও একসঙ্গে– উত্তেজনায় ফুটছে তামাম দর্শক। এর আগে পরিচালক নাগ অশ্বিনের ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। সে সময়েই তাঁদের কেমিস্ট্রি বেজায় পছন্দ হয়েছিল দর্শকের। কবে ফের তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যাবে?এ নিয়ে চলছিল আলোচনা। অবশেষে ভক্তদের ইচ্ছাপূরণ। গত ১ সেপটেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। ছবিটি বক্স অফিসে কেমন পারফর্ম করল, কত টাকারই বা টিকিট বিক্রি হল, সে সব কিছুই রইল বিস্তারিত। ছবিটি অসবর্ণ বিবাহকে কেন্দ্র করে। প্রায় তিন বছর ধরে হয়েছে ছবিটির শুটিং। কখনও সামান্থার শরীর খারাপ আবার কখনও বা অন্য কোনও কারণে বারংবার পিছিয়েছে তা। তবে ওই যে কথায় বলে, ‘সবুরে মেওয়া ফলে’। তাই-ই হয়েছে। বক্স অফিসে রিপোর্ট কার্ড জানাচ্ছে, ‘খুশি’ দেখে খুশি দর্শক।

দর্শকদের প্রতিক্রিয়া

এ যাবৎ গোটা ভারতেই দক্ষিণী ছবির রমরমা। তবে দক্ষিণী ছবি মানেই যে শুধু ভরপুর অ্যাকশন নয়, এই ছবি যেন তাই প্রমাণ করছে বারংবার। এক নেটিজেন লিখেছেন, “এ ছবি পরিবারের সঙ্গে বসে দেখার ছবি”। আবার অপর একজন লিখছেন, “বিজয় দেবেরাকোন্ডার কামব্যাক দেখে আমি মুগ্ধ।” প্রসঙ্গত,এর আগে অনন্যা পান্ডের সঙ্গে ‘লাইগার’-এ অভিনয় করেছিলেন বিজয়। সেই ছবি হাইপ তৈরি করলেও হিট হয়নি। তবে খুশির ক্ষেত্রে কিন্তু ছবিটা গিয়েছে উল্টে।

বক্সঅফিসের রিপোর্ট কার্ড

গত শুক্রবার অন্ধপ্রদেশ ও তেলেঙ্গানা মিলিয়ে মোট ৭৫০টি হলে এই ছবি মুক্তি পেয়েছে। জানা যাচ্ছে, প্রথম দিনেই এই ছবি ১৪ থেকে ১৫ কোটি টাকার ব্যবসা করেছে। ৪০ থেকে ৫০ কোটি দিয়ে তৈরি ছবিটি যে খুব শীঘ্রই বাজেট ছাপিয়ে যাবে,তা নিয়ে আশাবাদী নির্মাতারা।

ওটিটিতে কবে?

করোনা-কাল পরবর্তী সময়ে প্রায় প্রতিটি ছবিই ওটিটিতে বিক্রি হয় চড়া দামে। এই ছবিটিও সেই একই পথে হেঁটেছে। সব কিছু ঠিক থাকলে অক্টোবরের প্রথম সপ্তাহে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এই ছবি।