Ameesha Patel: আমিশাকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব, খানিক পরেই টুইট মুছলেন কংগ্রেস নেতার পুত্র

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 02, 2022 | 1:16 PM

বিগত বেশ কিছু দিন ধরেই বিভিন্ন পার্টি থেকে শুরু করে অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে আমিশা ও ফয়জলকে। তাঁদের প্রেম রয়েছে কিনা এতদিন তা ছিল অজানাই।

Ameesha Patel: আমিশাকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব, খানিক পরেই টুইট মুছলেন কংগ্রেস নেতার পুত্র
আমিশা পাটিল

Follow Us

প্রকাশ্যেই আমিশা পাটিলকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেললেন কংগ্রেসের প্রয়াত নেতা আহমেদ পটেলের ছেলে ফয়সল পটেল। তবে খানিক পরেই সেই টুইট মুছেও ফেললেন তিনি। নেপথ্যে কারণ কী? দেখে নেওয়া যাক…

বিগত বেশ কিছু দিন ধরেই বিভিন্ন পার্টি থেকে শুরু করে অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে আমিশা ও ফয়জলকে। তাঁদের প্রেম রয়েছে কিনা এতদিন তা ছিল অজানাই। তাঁরাও কিছু স্বীকার করেননি। ফয়জলের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানান আমিশা। টুইটারে টুইট করে অভিনেত্রী লেখেন, “শুভ জন্মদিন ডার্লিং। ভালবাসি। এই বছর খুব ভাল করে কাটাও”।

এর খানিক পরেই সেই টুইটকেই রিটুইট করে ফয়জল লেখেন, “অবশেষে তোমায় সবার সামনে প্রপোজ করছি… তুমি কি আমায় বিয়ে করবে?” আমিশার উত্তর আসার আগেই অবশ্য কয়েক মুহূর্তের মধ্যেই সেই টুইট ডিলিট হয়ে যায়। ততক্ষণে যদিও নেটিজেনরা নিয়ে ফেলেছেন স্ক্রিনশট। তা নেটদুনিয়ায় ভাইরাল। তাঁদের মনে প্রশ্ন, বিয়ের প্রস্তাব দিয়েও কেন পিছিয়ে এলেন তিনি? অন্য কোনও চাপ, নাকি এখনই সম্পর্কে অফিসিয়াল করতে চাইছেন না তাঁরা, উঠেছে সে প্রশ্নও।

‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির মধ্যে দিয়ে শো-বিজে ডেবিউ আমিশার। এর পর বেশ কিছু ছবি করেছেন তিনি। তবে বলিউডে নিজের পায়ের তলার জমি সেভাবে শক্ত করতে পারেননি কখনওই। শোনা যাচ্ছে গদর ছবির দ্বিতীয় পার্টে আবারও কামব্যাক করতে চলেছেন তিনি। তাঁর আগেই কি বিয়েটা সেরে ফেলবেন আমিশা?

 

Next Article
Neha Kakkar: স্বামী রোহনপ্রীতের জন্য বর্ষশেষে কাঁদতে হল নেহাকে, হলেন লজ্জিতও!
Amar Mitra: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সাহিত্যিক অমর মিত্র