Liger song Akdi Pakdi: ‘লাইগার’-এর নতুন গানে সুপারহিট অনন্যা-দেবেরাকোন্ডা জুটি, ২ ঘণ্টায় ভিউজ দেখলে ‘হাঁ’ হয়ে যাবেন!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 11, 2022 | 6:25 PM

Akdi Pakdi: বেরাকোন্ডা তো বটেই, অনন্যার প্রশংসাতেও পঞ্চমুখ নেটিজেন। ছবির জন্য যে মুখিয়ে প্রত্যেকেই সে কথাই লেখা হয়েছে মন্তব্য বক্সে।

Follow Us

মাত্র এক ঘণ্টা আগে মুক্তি পেয়েছে গান। কিন্তু এই ঘণ্টা খানেকের মধ্যেই দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পাণ্ডের ছবি ‘লাইগার’-এর নতুন গানের ভিউজ দেখলে চমকে যাবেন। শুধু কি তাই? দক্ষিণী মশলা মাখানো ‘ধুমধাড়াকা’ এই গান যেন তৈরি হয়েছে পুরোদস্তুর পার্টি মোডের জন্যই।

গানের নাম ‘অকড়ি পকড়ি’। ভরপুর এনার্জিতে ভরা ওই গানের দু’ঘণ্টার মধ্যে ভিউজ প্রায় ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ। দেবেরাকোন্ডা তো বটেই, অনন্যার প্রশংসাতেও পঞ্চমুখ নেটিজেন। ছবির জন্য যে মুখিয়ে প্রত্যেকেই সে কথাই লেখা হয়েছে মন্তব্য বক্সে। মুক্তি আগেই ইতিমধ্যেই ওই ছবি পেয়ে গিয়েছে হিটের তকমা। দিন কয়েক আগেই ওই ছবির এক পোস্টার মুক্তি পাওয়ার পরেই রীতিমতো ঘুম উড়েছিল নেটিজেনদের। পোস্টারে সম্পূর্ণ নগ্ন তিনি। গায়ে নেই কোনও কাপড়। নিম্নাঙ্গ ঢাকা গোলাপে। তাঁর পেশীবহুল শরীর, অ্যাবস… আর চাহনি দেখে রীতিমতো তাজ্জব হয়েছিলেন বিজয়ের ভক্তগণ।

কী নিয়ে এই ‘লাইগার’? ম্বইয়ের রাস্তায় বড় হওয়া এক যুবক। লম্বা, সুঠাম, তেজী। স্বভাবে তাঁর হিংস্রতা। যেন জঙ্গলে প্রতিপালিত এক দুর্দান্ত পশু। বাঘ ও সিংহের প্রজননে যে দোআঁশলা প্রাণীর জন্ম হয়, সেই আসলে ‘লাইগার’। অর্থাৎ লায়ন আর টাইগারের এক সঙ্কর প্রজাতি। হিন্দি ও তেলেগু ছবির দুই জায়েন্ট তৈরি করছে ‘লাইগার’কে। করণ জোহরের প্রযোজনা সংস্থা ও পরিচালক পুরী জগন্নাধ নিজেই এই ছবির প্রযোজক।

বিজয়ের যেমন এটাই প্রথম বলিউড প্রজেক্ট। ঠিক তেমনই চাঙ্কিকন্যা অনন্যাও এই ছবির হাত ধরেই প্রবেশ করছেন তেলেগু/দক্ষিণী ছবির জগতে। আরও বড় চমক, ‘লাইগার’-এ অভিনয় করেছেন বক্সিংয়ের কিংবদন্তি বাদশা মাইক টাইসন। এটা তাঁর প্রথম ভারতীয় ছবিতে অভিনয়। ঠিক চার বছর আগে, অর্থাৎ ২০১৮ সালের ২৫ অগস্ট মুক্তি পেয়েছিল বিজয় দেবেরাকোন্ডার ছবি ‘অর্জুন রেড্ডি’, যা রাতারাতি তাঁকে স্টার করে তুলেছিল গোটা দেশে। ওই একই দিনে মুক্তি পাচ্ছে ‘লাইগার’ও। আগামী ২৫ অগস্টেই প্রেক্ষাগৃহে আসছে ‘ক্রসব্রিড’ লাইগার।

মাত্র এক ঘণ্টা আগে মুক্তি পেয়েছে গান। কিন্তু এই ঘণ্টা খানেকের মধ্যেই দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পাণ্ডের ছবি ‘লাইগার’-এর নতুন গানের ভিউজ দেখলে চমকে যাবেন। শুধু কি তাই? দক্ষিণী মশলা মাখানো ‘ধুমধাড়াকা’ এই গান যেন তৈরি হয়েছে পুরোদস্তুর পার্টি মোডের জন্যই।

গানের নাম ‘অকড়ি পকড়ি’। ভরপুর এনার্জিতে ভরা ওই গানের দু’ঘণ্টার মধ্যে ভিউজ প্রায় ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ। দেবেরাকোন্ডা তো বটেই, অনন্যার প্রশংসাতেও পঞ্চমুখ নেটিজেন। ছবির জন্য যে মুখিয়ে প্রত্যেকেই সে কথাই লেখা হয়েছে মন্তব্য বক্সে। মুক্তি আগেই ইতিমধ্যেই ওই ছবি পেয়ে গিয়েছে হিটের তকমা। দিন কয়েক আগেই ওই ছবির এক পোস্টার মুক্তি পাওয়ার পরেই রীতিমতো ঘুম উড়েছিল নেটিজেনদের। পোস্টারে সম্পূর্ণ নগ্ন তিনি। গায়ে নেই কোনও কাপড়। নিম্নাঙ্গ ঢাকা গোলাপে। তাঁর পেশীবহুল শরীর, অ্যাবস… আর চাহনি দেখে রীতিমতো তাজ্জব হয়েছিলেন বিজয়ের ভক্তগণ।

কী নিয়ে এই ‘লাইগার’? ম্বইয়ের রাস্তায় বড় হওয়া এক যুবক। লম্বা, সুঠাম, তেজী। স্বভাবে তাঁর হিংস্রতা। যেন জঙ্গলে প্রতিপালিত এক দুর্দান্ত পশু। বাঘ ও সিংহের প্রজননে যে দোআঁশলা প্রাণীর জন্ম হয়, সেই আসলে ‘লাইগার’। অর্থাৎ লায়ন আর টাইগারের এক সঙ্কর প্রজাতি। হিন্দি ও তেলেগু ছবির দুই জায়েন্ট তৈরি করছে ‘লাইগার’কে। করণ জোহরের প্রযোজনা সংস্থা ও পরিচালক পুরী জগন্নাধ নিজেই এই ছবির প্রযোজক।

বিজয়ের যেমন এটাই প্রথম বলিউড প্রজেক্ট। ঠিক তেমনই চাঙ্কিকন্যা অনন্যাও এই ছবির হাত ধরেই প্রবেশ করছেন তেলেগু/দক্ষিণী ছবির জগতে। আরও বড় চমক, ‘লাইগার’-এ অভিনয় করেছেন বক্সিংয়ের কিংবদন্তি বাদশা মাইক টাইসন। এটা তাঁর প্রথম ভারতীয় ছবিতে অভিনয়। ঠিক চার বছর আগে, অর্থাৎ ২০১৮ সালের ২৫ অগস্ট মুক্তি পেয়েছিল বিজয় দেবেরাকোন্ডার ছবি ‘অর্জুন রেড্ডি’, যা রাতারাতি তাঁকে স্টার করে তুলেছিল গোটা দেশে। ওই একই দিনে মুক্তি পাচ্ছে ‘লাইগার’ও। আগামী ২৫ অগস্টেই প্রেক্ষাগৃহে আসছে ‘ক্রসব্রিড’ লাইগার।

Next Article