ঘড়ি ধরে ঠিক ২১ জুলাই সকাল সাড়ে ৯টা নাগাদ মুক্তি পেল লাইগার ছবির ট্রেলার। বলিউডে পা রাখলেন বহিজয় দেবরাকন্ডা। বৃহস্পতিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের পোস্টের বন্যা। ঝড়ের গতিতে ভাইরাল একের পর এক পোস্ট। বুধবার মধ্যরাত থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি। বৃহস্পতিবার সকালেই গ্র্যান্ড সেলিব্রেশনে মুক্তি পেল ছবির ট্রেলার। লাইগার ট্রেলর সামনে আসতেই তা সকলের নজর কাড়ে। ২.০২ মিনিটের এই টিলরে টানটান উত্তেজনায় ভরপুর।
ছবির নামের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখেই যে পর্দায় ধরা দিতে চলেছেন বিজয় দেবরাকোন্ডা তা এক প্রকার স্পষ্ট। তাঁর অ্যাকশন থেকে শুরু করে চরিত্রের উপস্থাপনা, তাঁকে ঘিরে চারপাশের উত্তেজনা তুঙ্গে। বিজয়ের চাবুক ফিগারে অ্যাকশন থেকে শুরু করে ছেলেকে নিয়ে মায়ের গর্ব, সবটাতেই ইঙ্গিত স্পষ্ট, এই ছবি আবারও বক্স অফিসে ঝড় তুলতে চলেছে। মুক্তির ২ ঘণ্টার মধ্যেই ভিউ ছাড়াল ১ মিলিয়ন। এদিন ভোর থেকেই ট্রেলর মুক্তির উদ্দেশে সেজে উঠেছিল হায়দরাবাদ ও মুম্বই। হিন্দি ও তেলেগু ভাষায় ট্রেলার মুক্তি ঘিরে ভক্তদের চরম উত্তেজনার ছবি ইতিমধ্যেই ফ্রেমবন্দি।
ONLY MASS LOVE FOR THE MASS ENTERTAINER!?
Glimpses from the #LigerTrailer launch event.Trailer OUT NOW – https://t.co/YjaisqaoHq#LIGER releases worldwide on 25th August.#LigerOnAug25th
_______@TheDeverakonda @ananyapandayy pic.twitter.com/ukNw8Vht3G
— Dharma Productions (@DharmaMovies) July 21, 2022
ব়্যালি করে ভক্তদের সঙ্গেই হুড খোলা গাড়িতে অনন্যা পান্ডে ও বিজয় দেবরাকোন্ডা প্রবেশ করেন সুন্দরম থিয়েটারে। সেখানেই বিপুল ভক্তের মাঝে মুক্তি পায় ছবির ট্রেলার। সেখান থেকেই সম্পূর্ণ টিম উড়ে যান মুম্বইয়ে। উপস্থিত ছিলেন খোদ করণ জোহর, ধর্ম প্রযোজনা সংস্থার হাত ধরেই বলিউডে পা রাখলেন বিজয় দেবরাকোন্ডা। বিপরীতে অভিনয়ে পাওয়া যাবে অনন্যা পান্ডেকে। ইতিমধ্যেই ছবির পোস্টার ও ছবির গান ভক্তমনে জায়গা করে নিয়েছে। বলিউডে নতুন জুটি পাশাপাশি দক্ষিণী অভিনেতার দাপট এখন নতুন আশা। তবে দেখার বিষয় দক্ষিণের হাজার ছুঁই ছুঁই বক্স অফিস কালেকশন এবার বলিউডে কতটা লক্ষ্মী লাভ করাতে পারে। আগামী ২৫ অগস্ট মুক্তি পাচ্ছে এই ছবি।
ঘড়ি ধরে ঠিক ২১ জুলাই সকাল সাড়ে ৯টা নাগাদ মুক্তি পেল লাইগার ছবির ট্রেলার। বলিউডে পা রাখলেন বহিজয় দেবরাকন্ডা। বৃহস্পতিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের পোস্টের বন্যা। ঝড়ের গতিতে ভাইরাল একের পর এক পোস্ট। বুধবার মধ্যরাত থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি। বৃহস্পতিবার সকালেই গ্র্যান্ড সেলিব্রেশনে মুক্তি পেল ছবির ট্রেলার। লাইগার ট্রেলর সামনে আসতেই তা সকলের নজর কাড়ে। ২.০২ মিনিটের এই টিলরে টানটান উত্তেজনায় ভরপুর।
ছবির নামের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখেই যে পর্দায় ধরা দিতে চলেছেন বিজয় দেবরাকোন্ডা তা এক প্রকার স্পষ্ট। তাঁর অ্যাকশন থেকে শুরু করে চরিত্রের উপস্থাপনা, তাঁকে ঘিরে চারপাশের উত্তেজনা তুঙ্গে। বিজয়ের চাবুক ফিগারে অ্যাকশন থেকে শুরু করে ছেলেকে নিয়ে মায়ের গর্ব, সবটাতেই ইঙ্গিত স্পষ্ট, এই ছবি আবারও বক্স অফিসে ঝড় তুলতে চলেছে। মুক্তির ২ ঘণ্টার মধ্যেই ভিউ ছাড়াল ১ মিলিয়ন। এদিন ভোর থেকেই ট্রেলর মুক্তির উদ্দেশে সেজে উঠেছিল হায়দরাবাদ ও মুম্বই। হিন্দি ও তেলেগু ভাষায় ট্রেলার মুক্তি ঘিরে ভক্তদের চরম উত্তেজনার ছবি ইতিমধ্যেই ফ্রেমবন্দি।
ONLY MASS LOVE FOR THE MASS ENTERTAINER!?
Glimpses from the #LigerTrailer launch event.Trailer OUT NOW – https://t.co/YjaisqaoHq#LIGER releases worldwide on 25th August.#LigerOnAug25th
_______@TheDeverakonda @ananyapandayy pic.twitter.com/ukNw8Vht3G
— Dharma Productions (@DharmaMovies) July 21, 2022
ব়্যালি করে ভক্তদের সঙ্গেই হুড খোলা গাড়িতে অনন্যা পান্ডে ও বিজয় দেবরাকোন্ডা প্রবেশ করেন সুন্দরম থিয়েটারে। সেখানেই বিপুল ভক্তের মাঝে মুক্তি পায় ছবির ট্রেলার। সেখান থেকেই সম্পূর্ণ টিম উড়ে যান মুম্বইয়ে। উপস্থিত ছিলেন খোদ করণ জোহর, ধর্ম প্রযোজনা সংস্থার হাত ধরেই বলিউডে পা রাখলেন বিজয় দেবরাকোন্ডা। বিপরীতে অভিনয়ে পাওয়া যাবে অনন্যা পান্ডেকে। ইতিমধ্যেই ছবির পোস্টার ও ছবির গান ভক্তমনে জায়গা করে নিয়েছে। বলিউডে নতুন জুটি পাশাপাশি দক্ষিণী অভিনেতার দাপট এখন নতুন আশা। তবে দেখার বিষয় দক্ষিণের হাজার ছুঁই ছুঁই বক্স অফিস কালেকশন এবার বলিউডে কতটা লক্ষ্মী লাভ করাতে পারে। আগামী ২৫ অগস্ট মুক্তি পাচ্ছে এই ছবি।