Lopamudra Mitra: ‘ওঁদের যা কিছু বলার বা লেখার অধিকার কে দিয়েছে’, প্রশ্ন লোপার, অকপট সোশ্যাল ওয়ালে

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 11, 2021 | 5:39 PM

লোপা-কথন: গান গাই, গান বেচে খাই...আমাদেরও শখ আছে। আমাদেরও সংগ্রাম আছে। ট্রোলারদের একহাত নিলেন গায়িকা।

Lopamudra Mitra: ওঁদের যা কিছু বলার বা লেখার অধিকার কে দিয়েছে, প্রশ্ন লোপার, অকপট সোশ্যাল ওয়ালে
লোপামুদ্রা।

Follow Us

একটা লম্বা পোস্ট করেছেন গায়িকা। বেশ লম্বা। লেখার পরতে পরতে তিনি যেমন নিজের কথা বলেছেন, তেমনই নিজেদের কথাও বলেছেন। তিনি গায়িকা লোপামু্দ্রা মিত্র। তাঁর গোটা লেখায় যেমন মনখারাপও রয়েছে, তেমনই রয়েছে এক শিল্পমনস্ক মানুষের কিছু সহজ-সরল কথা।

লোপামুদ্রা তাঁর ফেসবুক পোস্টে যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হল—“আমার কিছু কথা আছে। গান গাই, গান বেচে খাই। শুনতে খারাপ লাগলেও, এটাই সত্যি। আমাদের দিনযাপনে কোন স্বপ্ন নেই। শুধু ঈশ্বরের বিশেষ কৃপায় আপনি আমাকে চেনেন, নামে জানেন, ছবিতে চেনেন, কণ্ঠস্বর চেনেন। আমরা মানুষ, আপনারই মতো। পাখি নই। পাখি নিজে নিজেই গান গায়। পোকামাকড়, দানা খেয়ে , তারপর গান গেয়ে বেড়ায়। আমাদের কিন্তু গান শিখে, চর্চা করে, কপালে শিকে ছিঁড়লে তবেই গান গাওয়াকে পেশা করা যায়। আমাদের খাবার যোগাড়ের জন্যই গান গাইতে হয়। সঙ্গে ১০-১২টা পরিবার, তারা কেউ যন্ত্র বাজায়, কেউ মাইক বাজায়, কেউ বা আলো করে। কিন্তু তারাও খায়, আপনার মতোই।

 

আমাদেরও মন আছে। আমাদেরও শখ আছে। আমাদেরও সংগ্রাম আছে। হ্যাঁ, এটাও সত্যি, ঈশ্বর সকলকে দেন না। কী করব, বলুন?? যা পেয়েছি, তা ঈশ্বরের দান। আজ সোশ্যাল মাধ্যমে আমি, আপনি, আমরা সবাই এক খোপে। কেউ ইস্কুলে পড়াই, কেউ চাষ করি, কেউ মুদির দোকান চালাই, কেউ বড় কাছারিতে চাকরি করি, কেউ ছোট কাছারিতে, তার মধ্যেই কেউ ঈশ্বরের একটু বেশি পক্ষপাত দোষে গান গাই আবার কেউ ভিক্ষাও করি।

নাম যশ কেনা যায় না। ওটা ঈশ্বরের দোষ। উনি দিয়েছেন বা দেন নি। আপনি উপরের আলো দেখছেন, যেটা ঈশ্বর প্রদত্ত । আলোর ভিতরের মানুষ আর আপনি এক রক্ত মাংসের মানুষ । তাই আঘাত করলে দু’বার ভাবুন। একটু ভাবুন। আরও অনেক কথা বলার আছে। অনেক কথা। যত আঘাত পাবো, ততো বলতে পারব, আমাদের কথা। অতিমানব টাইপ, আমাদের কথা।”
গায়িকাকে TV9 বাংলার তরফে ফোনে ধরা হলে তিনি বলেন, “শুধু মনখারাপের পোস্ট এটা নয়। আমি আমাদের মতো শিল্পীর কিছু কথা বলেছি। একজন কবিতা লেখেন বলে তিনি যে আঁকতে পারবেন না, এমনটা তো নয়… আমি গান গাই কিন্তু তা বলে আমি অন্য কিছু করতে পারব না, এমনটা কি হতে পারে..কিন্তু এ ব্যাপারে যে কিছু মানুষ যা খুশি বলছে বা লিখছে, সে অধিকার কে দিয়েছে?”

প্রসঙ্গত প্রায় ছ’বছর ধরে গান গাওয়ার পাশাপাশি লোপামুদ্রা একটি বুটিক শুরু করেছেন। নাম প্রথা। যেখানে রয়েছে বিভিন্ন রাজ্যের শাড়ির সম্ভার। পাওয়া যাবে হালফ্যাশনের গয়নাগাটিও। করোনা সংক্ৰমণ ঠেকাতে ‘প্রথা’-র আউটলেট বন্ধও রেখেছিলেন লোপামুদ্রা। ১ জুলাই থেকে দরজা খুলেছে বুটিকের। নিজের ফেসবুক পেজ থেকে শেয়ার করেছেন বুটিক বিষয়ক যাবতীয় তথ্য এবং এই কারণে এক জনৈকর প্রশ্নে বিব্রত বোঝ করেছেন গায়িকা। তিনি বললেন, “এক পোস্টের নিজে জন লিখেছেন আপনার গান শোনার জন্য পেজ লাইক করেছিলাম, আপনি সেখানে ব্যবসার কথা লিখছেন? তবে এই নির্দিষ্ট ব্যক্তিকে আমার লেখাটি নয়। অনেকের ক্ষেত্রে আমি এটা দেখছি…এবং এই আক্রমণগুলো অনবরত হয়ে চলেছে। আমাদের সামনাসামনি বলার হয়তো সাহস তারা পাবেন না, কিন্তু অলক্ষ্যে বলে দেওয়া যায়…আর কী”

লোপামুদ্রার পোস্টের নিচে গায়ক রূপঙ্কর লিখেছেন, ‘লোপাদি, উপেক্ষা করো..’ এতে ‘লোপাদি’ বললেন, ”অনেকেই বলছেন ইগনোর করো, কিন্তু কিছু জিনিস বোধ হয় ইগনোর করাটা উচিৎ নয়। আমার বিশেষ কিছু কারণের জন্য আমি এই স্থান অর্জন করেছি, তুমি পাওনি। তা বলে তুমি যা খুশি তাই বলতে পারো না।”

 

আরও পড়ুন Bell Bottom: ফের পিছল অক্ষয় অভিনীত ‘বেল বটম’-এর রিলিজের তারিখ, আগামী মাসে মুক্তির সম্ভাবনা

Next Article