বলিউডের এভারগ্রিন তারকা তাঁরা। নয়ের দশকের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন কাপল মাধুরী দীক্ষিত নেনে এবং অনিল কাপুর। শুক্রবার ভক্তদের সঙ্গে একটি বিশেষ ভিডিও শেয়ার করলেন তাঁরা।
‘ডান্স দিওয়ানে থ্রি’-এর সেটে রাজেশ খান্না ও মুমতাজ অভিনীত ‘আপ কি কসম’ ছবির সুপারহিট গান ‘জয় জয় শিব শঙ্কর ‘ গানের সঙ্গে ঠোঁট মেলালেন অনিল-মাধুরী। অনিল কাপুরের সঙ্গে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রিল পোস্টের মাধ্যমে রেট্রো ম্যাজিকটি পুনরায় দেখালেন মাধুরী। ভিডিয়োতে, ‘বেটা’ খ্যাত অভিনেতা- অভিনেত্রীকে বরাবরের মতো দারুণ দেখাচ্ছিল। অনিলকে তার ব্লেজারের নীচে কালো ফর্মাল প্যান্ট এবং ধূসর শার্ট পরতে দেখা গিয়েছে। তিনি কালো গগলসের ড্যাশিং লুকে একেবারে ‘ঝক্কাস’। অন্যদিকে, মাধুরী একটি সাদা রঙের লেহেঙ্গার সঙ্গে পরেছিলেন মানানসই জুয়েলারি।
১৯৭৪ সালে নির্মিত ‘আপ কি কসম’ ফিল্মের ‘জয় জয় শিব শঙ্কর’-এর ডান্স স্টেপ দুর্দান্তভাবে পরিবেশন করেন অনিল-মাধুরী। ছবিতে অভিনয় করেছিলেন প্রয়াত কিংবদন্তি তারকা রাজেশ খান্না, মুমতাজ এবং সঞ্জীব কাপুর। গানটি গেয়েছিলেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। ক্যাপশনে মাধুরী লিখেছেন, ‘রেট্রো ভাইবস’ এবং একটি এক চোখ বন্ধ ইমোটিকন যুক্ত করেছেন।
ভিডিয়ো ক্লিপ পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে, কমেন্ট সেকশন এবং রেড হার্টে ভরে গিয়েছে মাধুরীর পোস্ট।। সম্পর্কিত অনিল কাপুরকে সপ্তাহান্তে ‘ডান্স দিওয়ানে থ্রি’-র আসন্ন পর্বে একজন সেলিব্রিটি অতিথি হিসাবে দেখা যাবে।