Mahesh Babu: ‘ক্ষমতাই নেই…’, হিন্দি-দক্ষিণী তরজায় বলিউড নিয়ে বিস্ফোরক সুপারস্টার মহেশবাবু

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 10, 2022 | 6:51 PM

Mahesh Babu: লিউড নিয়ে করলেন বিস্ফোরক এক মন্তব্য। যা নিয়ে এই মুহূর্তে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

Mahesh Babu: ক্ষমতাই নেই..., হিন্দি-দক্ষিণী তরজায় বলিউড নিয়ে বিস্ফোরক সুপারস্টার মহেশবাবু
হিন্দি-দক্ষিণী তরজায় এবার বলিউডকে ধুয়ে দিলেন সুপারস্টার মহেশবাবু!

Follow Us

হিন্দি রাষ্ট্রভাষা কিনা তা নিয়ে অজয় দেবগণ ও কিচ্চা সুদীপের তরজায় এবার ঘি ঢাললেন দক্ষিণী সুপারস্টার মহেশবাবু। বলিউড নিয়ে করলেন বিস্ফোরক এক মন্তব্য। যা নিয়ে এই মুহূর্তে তোলপাড় সোশ্যাল মিডিয়া। একের পর এক দক্ষিণী ছবি করছেন মহেশবাবু। তার প্রত্যেক ক’টাই প্রায় হিট। তবুও কেন বলিউডে দেখা যায় না তাঁকে? এই প্রশ্নের উত্তরে যা বললেন সুপারস্টার তা শুনলে চমকে যাবেন আপনি।

মহেশবাবুর কথায়, “হিন্দি থেকে আমার কাছে বহু অফার আসে। কিন্তু আমার মনে হয়, আমাকে নেওয়াক্র মতো ক্ষমতাই তাঁদের নেই। যে ইন্ডাস্ট্রির আমাকে নেওয়ার মতো ক্ষমতাই নেই সেখানে কাজ করে সময় নষ্ট করতে মোটেই চাই না আমি।” এখানেই থামেননি তিনি। তাঁর সাফ কথা, “যে স্টারডম, যে সম্মান আমার এখানে অর্থাৎ আমার ইন্ডাস্ট্রি থেকে পাই তার ব্যপ্তি বিশাল। তাই আমার ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য কোথাও যোগ দেব এ কথা আমি ভাবতেও পারি না। আমি চেষ্টা করেছি ছবির মাধ্যমে নিজেকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার। আমি খুশি। অবশেষে তাই হতে চলেছে। এর চেয়ে খুশির খবর আমার কাছে আর কী বা হতে পারে?”

এই গোটা মন্তব্যই হাসতে হাসতে করেছেন মহেশ বাবু। কিন্তু খোদ মহেশ ভক্তরাও মনে করছেন, বলিউডকে একহাত নেওয়ার জন্যই এমন মন্তব্য তাঁর। বিগত কিছু সময় ধরে বলিউডে রীতিমতো রাজত্ব করছেন দক্ষিণী সুপারস্টারেরা। রামচরণ থেকে শুরু আল্লু অর্জুন– খানেদের ক্যারিশ্মাও যেন ফিকে হয়ে যাচ্ছে তাঁদের কাছে। শুধুমাত্র স্বল্প কিছু অঞ্চলে আর আটকে নেই দক্ষিণী ছবির রমরমা। দক্ষিণী সুপারস্টারের তকমা গুছিয়ে এঁদের প্রত্যেকেরই আত্মপ্রকাশ ঘটছে ‘প্যান ইণ্ডিয়া স্টার’ হিসেবে। এই তালিকায় সাম্প্রতিক সংযোজন বিজয় দেবেরাকোন্ডা। সোমবার তাঁর জন্মদিনেই মুক্তি পেয়েছে তাঁর বলি ডেবিউ ‘লাইগার’-এর টিজার। সেখানেও বিজয়ের পারফরম্যান্স নিয়ে চলছে আলোচনা। বলিউড যে গোটা বিষয়টিতে খুব খুশি নয়, তা জানাচ্ছে শো-বিজেরই অন্দর। এই বিতর্কেই মহেশবাবুর মন্তব্য কি সৃষ্টি করতে চলেছে আরও বড় বিতর্কের? উত্তর দেবে সময়।

 

 

Next Article