TV Actor Killed: পিষে দিল ট্র্যাক্টর, মাত্র ৩২-এই মর্মান্তিক পরিণতি অভিনেত্রীর

TV Actor Killed: মরাঠি সিনেমা জগতে জনপ্রিয় নাম কল্যাণী। 'তুঝয়াত জীব রঙ্গিলা' ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি কোহলাপুর অঞ্চলে নিজের এক রেস্তরাঁও খুলেছিলেন তিনি।

TV Actor Killed: পিষে দিল ট্র্যাক্টর, মাত্র ৩২-এই মর্মান্তিক পরিণতি অভিনেত্রীর
দুর্ঘটনার সময় মোটর সাইকেলে ছিলেন কল্যাণী।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2022 | 9:32 PM

বিনোদন জগতে শোকের ছায়া। মাত্র ৩২ বছরেই দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী কল্যাণী কুরালে যাদব। রবিবার ঘটেছে ঘটনাটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় মোটর সাইকেলে ছিলেন কল্যাণী। আচমকাই এক ট্র্যাকটর ধাক্কা দেয় তাঁর গাড়িকে। তিনি পড়ে যান। গাড়ি পিষে দিয়ে যায় তাঁর দেহ।

কোহলাপুর পুলিশের বয়ান অনুযায়ী, মৃত অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে আসা হয়। ইতিমধ্যেই ভারতীয় সংবিধানে যানবাহন আইনের পরিপেক্ষিতে ওই ট্র্যাকটরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ শুরু করেছে তদন্ত।

মরাঠি সিনেমা জগতে জনপ্রিয় নাম কল্যাণী। ‘তুঝয়াত জীব রঙ্গিলা’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি কোহলাপুর অঞ্চলে নিজের এক রেস্তরাঁও খুলেছিলেন তিনি। নিজেই দেখভাল করতেন সেই রেস্তরাঁর। যাতায়াত করতেন নিজেই। সামাজিক মাধ্যমেও তিনি ছিলেন বেশ সক্রিয়। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে।

কোহলাপুরেই জন্ম তাঁর। অভিনয়ে কেরিয়ার তৈরি করার জন্য তিনি পুনেতে বসবাস শুরু করেন। ঘনিষ্ঠরা জানিয়েছেন, প্যান্ডেমিকের সময় কাজ কমে যাওয়ায় আবারও কোহলাপুরে ফিরে গিয়েছিলেন তিনি। শুরু করেছিলেন রেস্তরাঁর ব্যবসা। ভালই চলছিল তাঁর হোটেল। কিন্তু হঠাৎই এই দুর্ঘটনা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। মাত্র ৩২ বছরের তরতাজা প্রাণ কী করে চলে গেল, এখনও বুঝতেই পারছেন না ঘনিষ্ঠরা।