মেখলা দাশগুপ্ত। তাঁর গান আপনি শুনেছেন। রিয়ালিটি শোয়ের মঞ্চে হোক, অথবা অ্যালবামে মেখলার গান মুগ্ধ করেছে শ্রোতাদের। গান তাঁর প্রাণ। গান নিয়ে নিত্যনতুন কাজ চলতেই থাকে। সেই নতুন কাজই দেখতে পাবেন আগামিকাল। রবীন্দ্র কবিতায় সুরারোপ করা হয়েছে। তা শোনা যাবে মেখলার কণ্ঠে।
রবীন্দ্রনাথের ‘ছল’ নামক একটি কবিতায় সুরারোপ করেছেন অগ্নিভ মুখোপাধ্যায়। তিনি পেশায় চিকিৎসক। এর আগে রবি ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় সুরারোপ করেছিলেন তিনি। তা গান হিসেবে গেয়েছিলেন ইমন চক্রবর্তী। তেমনই একটি কাজ এ বার করলেন মেখলা। কবিতায় সুরারোপ করে গান এই প্রথম গাইলেন তিনি। এই গানের ক্যালিগ্রাফিও মেখলারই করা। এই উদ্যোগও প্রথমবার নিলেন গায়িকা।
এ প্রসঙ্গে TV9 বাংলাকে মেখলা বলেন, “অগ্নিভ মুখোপাধ্যায় অত্যন্ত গুণী মানুষ। উনি জার্মানিতে থাকেন, চিকিৎসক। নিজে গান লেখেন, সুর করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ছল। সেটার উপর সুর করেছেন। সুরটা খুব ভাল হয়েছে। প্রথম শুনে ভেবেছিলাম রবীন্দ্রসঙ্গীতই। ওই ধারা রেখেই করেছেন।” প্রথমবার এই ধরনের ব্যতিক্রমী কাজ। কতটা এনজয় করলেন গায়িকা? মেখলা শেয়ার করলেন, “এর আগে রবীন্দ্রসঙ্গীত গেয়েছি। এটাকে রবীন্দ্রসঙ্গীত বলা যায় না। অরিজিনাল গানই বলতে পারেন। এই ধরনের কাজ প্রথমবার। আমার তো খুবই ভাল লেগেছে।”
মেখলা জানালেন, তিনি ‘ওয়ার্ল্ড অব মেখলা’ নামে মিউজিক লেবেল তৈরি করেছেন। আগামিকাল সেখান থেকেই মুক্তি পাবে এই গান। দেখা যাবে তাঁর ইউটিউব চ্যানেলেও। খুব তাড়াতাড়ি জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন মেখলা। বিয়ে করছেন তিনি। আগামী ১ ডিসেম্বর কলকাতায় মেখলার বিয়ের অনুষ্ঠান। পাত্রের বিষয়ে TV9 বাংলাকে মেখলা আগেই বলেন, “অর্কপ্রভ চৌধুরি। আইআইএম লখনউ থেকে পড়েছে। কর্পোরেটে আছে। ওর হোমটাউন শিলিগুড়ি। বাড়িতে বাবা, মা, দিদি আছে। দিদি বিয়ের পর দেশের বাইরে থাকে। আমাদের আট বছরের সম্পর্ক।”
কলকাতায় বিয়ের পর ছোট করে রিসেপশন হবে। তারপর শিলিগুড়িতে বড় রিসেপশনের আয়োজন করেছেন মেখলা এবং অর্কপ্রভ। তিনদিনই মেখলা লেহেঙ্গা পরবেন বলে জানিয়েছেন। বিয়েতে মেরুন রঙা লেহেঙ্গা। দুই রিসেপশনের জন্য ব্লুইশ গ্রে এবং অফ হোয়াইট লেহেঙ্গা কিনেছেন তিনি। ট্র্যাডিশনাল গয়নায় সাজেও সাবেকিয়ানা থাকবে বলে জানালেন। বিয়ের নিমন্ত্রণ পত্রে অভিনবত্ব রয়েছে। উদয় দেব তাঁর বিয়ের কার্ডের ডিজাইন করেছেন। বিয়ের আগে ‘ছল’এর পর আর কোনও কাজ কি মুক্তি পাবে? মেখলা বললেন, “রবীন্দ্রসঙ্গীতের উপর একটা কাজ চলছে। সেটা রিলিজ হতেও পারে। এখনও নিশ্চিত নই।”