Mir Afsar Ali: সাদা বিছানায় ‘লাস্যময়ী’ পোজ, উধাও পাজামাও! মীরের ভিডিয়ো নিয়ে হইচই

Mir Afsar Ali: গাইছেন, "কেন সরে আছ তুমি... ক্ষতি কি একটু আরও কাছে এলে... আজ রাতে, এই খাটে... টুকটুক... এই মন কী চায়?"

Mir Afsar Ali: সাদা বিছানায় 'লাস্যময়ী' পোজ, উধাও পাজামাও! মীরের ভিডিয়ো নিয়ে হইচই
মীরের ভিডিয়ো নিয়ে হইচই
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2022 | 5:21 PM

দুধ সাদা বিছানা। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বালিশ। ঘরের আলো নিভু নিভু। আর সেখানেই মীরের ‘লাস্যময়ী’ নাচ! কী ভাবছেন? সিনেমার গল্প? না, এমনই এক ভিডিয়ো শেয়ার করেছেন তিনি নিজেই। ভিডিয়ো জুড়ে শুধুই মীরের ‘হটনেস’। পরনের পাজামাটিও উধাও। নীল রঙে পাঞ্জাবি পরে জুড়েছেন গান।

গাইছেন, “কেন সরে আছ তুমি… ক্ষতি কি একটু আরও কাছে এলে… আজ রাতে, এই খাটে… টুকটুক… এই মন কী চায়?” মুখের অঙ্গভঙ্গিও একেবারেই গানের সঙ্গে মানানসই। কখনও পাঞ্জাবি উঠে আসছে হাঁটুর অনেক উপরে আবার কখনও বা ঘাড়ে-গলায় হাত বুলিয়ে ‘হটনেস’ বোঝাবার চেষ্টা করছেন তিনি। কিন্তু কেন এমন কাজ তাঁর? মীর নিজেই জানিয়েছেন সে কথা। তিনি নাকি নকল করছেন। কাকে? মীরের উত্তর, “প্রিয় নায়িকাদের দেখে দেখে শিখেছি। খারাপ বললে দুঃখ পাব।” কেউ যদি তাঁর এই শেখাকে খারাপ বলে তাহলে যে তিনি কষ্ট পাবেন সে কথাও জানিয়ে দিয়েছেন মীর। সঙ্গে এও জানাচ্ছেন শুটিং করতে করতে একঘেয়ে লাগছিল বলেই তাঁর এই সব কর্মকাণ্ড। মীরের ভিডিয়োটি তুলেছেন কোন রহস্যময়ী নারী? ঘরে তিনি আছেন। কিন্তু দেখা যাচ্ছে না তাঁর মুখ। তবে নেটিজেনরা বলেছেন সেই হাসি নাকি তাঁদের বেজায় পরিচিত। টলিপাড়ারই কেউ?

মীরের এই ভিডিয়ো নিয়ে সামাজিক মাধ্যমে এই মুহূর্তে মিশ্র প্রতিক্রিয়া। কেউ যেমন প্রশংসা করেছেন আবার কারও মতে তিনি লঙ্ঘন করেছেন শালীনতার সমগ্র সীমা। যদিও ট্রোলিং নিয়ে মীরের বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই। তিনি মজে তাঁর ‘সেক্সি ডান্স’-এ।

View this post on Instagram

A post shared by Mir Afsar Ali (@mirchimir13)