Samantha-Naga: নাগার জন্যই ভাঙে ঘর, কেন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন সামান্থা?
Samantha-Naga: এই অসুস্থতার খবর পাওয়া মাত্রই সামান্থার খোঁজ নিয়েছিলেন নাগা চৈতন্য, পাশাপাশি তাঁর বাবা অর্থাৎ নাগা অর্জুনও প্রাক্তন বউমার স্বাস্থের খোঁজ নিয়েছিলেন। তবে থেকেই বোধহয় ধীরে ধীরে অভিমানের বরফ গলতে থাকে। কমতে থাকে দূরত্ব।
সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য, এই দুই স্চার একে অন্যকে ভালবেসে গলায় মালা দিয়েছিলেন। তবে তাঁদের সেই সাজানো সংসার খুব বেশিদিন স্থায়ী হয়নি। কিছুদিনের মধ্যেই বাড়তে থাকে দুজনের মধ্যে দূরত্ব। এরপর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। এই জুটি আলাদা হচ্ছে, খবর প্রকাশ্যে আসতেই মন ভেঙেছিল ভক্তদের। তবে তাঁরা কখনই একে অপরের দিকে ফিরে তাকাননি। সবটা পাল্টাতে শুরু হরে সামান্থার অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে। মায়োসিটিস-এ আক্রান্ত সামান্থা। নিয়ে ছিলেন অভিনয় জগত থেকেও খানিক বিরতি। চলে দীর্ঘ চিকিৎসাও। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। তবে এই অসুস্থতার খবর পাওয়া মাত্রই সামান্থার খোঁজ নিয়েছিলেন নাগা চৈতন্য, পাশাপাশি তাঁর বাবা অর্থাৎ নাগা অর্জুনও প্রাক্তন বউমার স্বাস্থের খোঁজ নিয়েছিলেন। তবে থেকেই বোধহয় ধীরে ধীরে অভিমানের বরফ গলতে থাকে। কমতে থাকে দূরত্ব।
তবে একটা সময় তাঁদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। একে অন্যের সঙ্গে সংসার করার সিদ্ধান্তকে ভুলই মনে করেছিলেন, তবে সূত্রের খবর সামান্থা নয়, নাগার জন্যই নাকি ভেঙেছিল ঘর। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপেই নাকি ভেঙেছে তাঁদের সম্পর্ক। শোনা যায় নাগার জীবনে তখন দেখা দিয়েছিল নতুন প্রেম। নাগা নাকি জানিয়েছিলেন তিনি কেরিয়ারে নজর দিতে চান। অভিনেত্রী সোভিতা ধুলিপালার সঙ্গে নাকি বেড়েছিল ঘনিষ্টতা। তার ফলেই নাকি সামান্থা স্থির করেছিলেন নাগার জীবন থেকে চলে যাবেন। যদিও সেই সম্পর্ক নাগার বেশিদিন স্থায়ী হয়নি।
বর্তমানে সামান্থা রয়েছেন দুবাইতে। কিছুদিন আগেই ইউরোপ ট্রিপ থেকে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। কিন্তু তাঁর অবর্তমানে কী করছেন নাগা? এবার নিজেই একটি ছবি করলেন শেয়ার। সামান্থার পোষ্যের খেয়াল রাখছেন তিনি। গাড়িতে বসিয়ে ঘুরতেও গেলেন নাগা, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় অভিনেতা পোস্টও করলেন। তারপর থেকেই ভক্তমহলে জল্পনা বাড়ছে আশা। অনেকেই মনে করছেন তাঁরা বোধহয় আবারও কাছাকাছি আসছেন। যদিও সে সম্পর্ক কোনও ভবিষ্যৎ গড়বে কি না, তা সময় বলবে।
View this post on Instagram