Naseeruddin Shah: ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘গদর ২’-এর মতো ছবির সাফল্যে চিন্তিত নাসিরুদ্দিন

Naseeruddin Shah: বক্সঅফিস কাঁপিয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস', 'গদর ২'-এর মতো ছবিগুলি। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। কারণ একটাই। তাঁর মতে ওই ছবিতে ভরপুর 'অতিরিক্ত দেশপ্রেম' নাকি বেশ ক্ষতিকর।

Naseeruddin Shah: 'দ্য কাশ্মীর ফাইলস', 'গদর ২'-এর মতো ছবির সাফল্যে চিন্তিত নাসিরুদ্দিন
চিন্তিত নাসিরুদ্দিন
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2023 | 9:14 PM

বক্সঅফিস কাঁপিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘গদর ২’-এর মতো ছবিগুলি। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। কারণ একটাই। তাঁর মতে ওই ছবিতে ভরপুর ‘অতিরিক্ত দেশপ্রেম’ নাকি বেশ ক্ষতিকর। তিনি মনে করেন, ওই সব ছবিগুলি আদপে অন্যান্যদের ছোট করে দেখায়, মানুষের মনে ঘৃণার সঞ্চার করে। পরিচালক হংসল মেহতা থেকে শুরু করে অনুভব সিনহা, সুধীর মিশ্রের মতো পরিচালকের ছবির থেকেও ওই সব ছবি বেশি জনপ্রিয় হয়ে উঠছে– এই ঘটনা বেশ ভাবাচ্ছে নাসিরুদ্দিনকে।

সংবাদমাধ্যমকে সাক্ষাৎ দিতে গিয়ে তিনি বলেন, “আপনি যত বেশি jingoist (অন্ধ জাতীয়তাবোধ) তত বেশি জনপ্রিয়তা পাবেন। বলিউডের ফিল্মমেকিং বদলে গিয়েছে। এখন শুধু দেশপ্রেমই যথেষ্ট নয়। কল্পিত শত্রুও তৈরি করতে হবে।” তিনি যোগ করেন, “আমি যদিও ‘কেরালা স্টোরি’, ‘কাশ্মীর ফাইলস’ দেখিনি। কিন্তু আমি জানি ঠিক কী নিয়ে এই সব ছবি তৈরি করা হয়েছে। কাশ্মীর ফাইলস এত জনপ্রিয় অথচ হংসল মেহতা থেকে সুধীর মিশ্র যারা সত্যি বলতে চাইছেন তাঁদের ছবি দেখার ফুরসৎ নেই কারও।”

যদিও ওই সব পরিচালকের উদ্দেশে তাঁর বক্তব্য, ছবি হিট না হলেও তাঁরা যেন ছবি তৈরি না ছাড়েন। যে কয়জন তাঁদের ছবি দেখছেন, সেই কয়জনের জন্য হলেও ছবি বানিয়ে যাওয়া উচিৎ বলে তিনি মনে করেন। নাসিরুদ্দিন এ হেন মন্তব্য করলেও ‘কাশ্মীর ফাইলস’ থেকে ‘গদর ২’ কিন্তু সাধারণ বেশ পছন্দই করেছেন, বক্সঅফিসের রিপোর্ট সেই ইঙ্গিতই দিচ্ছে।