Riddhi Sen: ঋদ্ধি সেনের চোখে ‘অভিনয় জগতের ভগবান’ কে? তাঁকে ঘিরেই মন ভাল করা পোস্ট অভিনেতার

Naseeruddin Shah: কিছু অভিজ্ঞতা ঋদ্ধি ভাগ করে নিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়।

Riddhi Sen: ঋদ্ধি সেনের চোখে 'অভিনয় জগতের ভগবান' কে? তাঁকে ঘিরেই মন ভাল করা পোস্ট অভিনেতার
'স্বপ্নসন্ধানী'র ৩০ বছরে নাসিরউদ্দিন শাহের উজ্জ্বল উপস্থিতি।
Follow Us:
| Edited By: | Updated on: May 31, 2022 | 10:10 AM

২৯ তারিখ ছিল বাংলার নাট্যদল ‘স্বপ্নসন্ধানী’র ৩০তম জন্মদিন। এদিন মঞ্চস্থ হল দলের নতুন নাটক ‘হ্যামলেট’। কৌশিক সেনের নির্দেশনা ও ঋদ্ধি সেনের অভিনয়। অনুষ্ঠান উদ্বোধন করতে কলকাতায় উড়ে এসেছিলেন খোদ নাসিরউদ্দিন শাহ। ঋদ্ধি সেনের কথায় ‘অভিনয় জগতের ভগবান’। এই অভিজ্ঞতা ঋদ্ধি ভাগ করে নিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। কেবল উদ্বোধন নয় দলের সঙ্গে কিছু স্মরণীয় মুহূর্তও কাটিয়েছেন নাসির। সেই ছবিও পোস্ট করেছেন ঋদ্ধি। কী লিখেছেন তিনি?

ঋদ্ধি লিখেছেন:

“কিছু মুহূর্ত নিয়ে কথা বলতে গেলে শব্দ খুঁজে পাওয়া মুশকিল, স্বপ্নসন্ধানী ৩০ বছর পূর্ণ করল গতকাল। ২৯শে মে সন্ধ্যাবেলা আমাদের নতুন প্রযোজনা ‘হ্যামলেট’ এবং এই ৩০ বছরের যাত্রার সূচনার উদ্বোধন করলেন ভগবান, হ্যাঁ, ভগবান, অভিনয় জগতের ভগবান। উনি বলেন যে ‘দেয়ার ইজ় নাথিং কলড দ্য ‘পারফেক্ট অ্যাক্টর’ অর ‘পারফেক্ট অ্যাক্টিং’ (there’s nothing called the ‘perfect actor’ or ‘perfect acting’), সঠিক কথা, কিন্তু কিছু হাতেগোনা ‘পারফেক্ট অ্যাক্টর’ আছে পৃথিবীতে, যেমন চার্লি চ্যাপলিন, যেমন নাসিরউদ্দিন শাহ। তাঁর উপস্থিতি আমাদের গোটা ‘স্বপ্নসন্ধানী’ এবং উপস্থিত দর্শক বন্ধুদের সমৃদ্ধ করেছে। তাঁর আমাদের প্রযোজনা দেখে আনন্দ পাওয়ার অনুভূতি হয়ত ভাষায় ব্যক্ত করতে পারব না। হয়তো কিছু কথা বড্ড ব্যক্তিগত। তাই কবির সুমনের একটি গানের লাইন ধার নিয়ে বলছি, “তুমি জানো কোন লাভ নেই অকারণ কথা বাড়িয়ে বরং বুঝে নেওয়া সম্ভব কথাহীনতায় হারিয়ে”…

উদ্বোধনের দিন টিম ‘স্বপ্নসন্ধানী’র সঙ্গে নাসিরউদ্দিন শাহ।

একটি একান্ত সাক্ষাৎকারে ঋদ্ধি সেন আগেই TV9 বাংলাকে বলেছিলেন, “আমাদের দল মাইলস্টোল ছুঁয়েছে। সংখ্যাই যদি ধরি, অনেক দল আছে, যাদের ৪০-৫০-৬০ বছর পূর্ণ হয়েছে। ৩০ বছর পূর্ণ করা বড় বিষয় নয়, সেটা মিনিংফুলি ক্রস করা বড় বিষয়। ‘স্বপ্নসন্ধানী’ নিজেদেরকে বারবার ভেঙেছে। নিজেদের বারবার গড়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পড়েছে। যে-যে নাটক বাবা (কৌশিন সেন) পরপর বেছেছেন, সেই দর্শক জেনারেট করা খুবই কঠিন কাজ বলে আমি মনে করি। ‘স্বপ্নসন্ধানী’র নাটক দেখতে আমাদের বয়সি ছেলেমেয়েরা অনেকেই আসেন। সেইটা আমার খুব ভাল লাগে।”