উন্মাদনা ছিল শুরু থেকেই, কিন্তু তা যে এই যে পর্যায়ে পৌঁছে যাবে তা হয়তো খোদ কিং খানও ভাবতে পারেননি। কিন্তু হচ্ছে এমনটাই। ‘জওয়ান’ জ্বরে বাকি রাজ্যগুলোর মতো এই শহরও কাবু। এতদিন হিসেবকে কার্যত গোলমেলে করে দিয়ে এই শহরের ‘মিরাজ’ সিনেমা হলে ভোর পাঁচটায় দেখানো হবে শাহরুখ খান-নয়নতারার এই ছবি। ওইটিই ‘জওয়ান’-এর এই দেশে প্রথম শো। জানা যাচ্ছে ৮০ শতাংশ বিক্রি হয়ে গিয়েছে ওই টিকিট। হ্যাঁ, অত সকালেও লোকে আসবেন প্রিয় নায়ককে দেখতে।
‘পাঠান’-এর সময়ও ক্রেজ ছিল , কিন্তু এবার যেন দর্শক মহলে উন্মাদনা খানিক বেশিই। এখানেই কিন্তু শেষ নয়, কলকাতায় এসআরকে ফ্যানক্লাবের এক ‘জবরা ফ্যান’-এর সঙ্গে কথা বলে জানা গেল, সাত সকালেই নাকি প্রিয় নায়কের জন্য একগুচ্ছ প্ল্যানিং করেছেন তাঁরা। কাটআউট তো থাকছেই, এ ছাড়াও সঙ্গে থাকছেন নীল-তৃণা। এ প্রসঙ্গে টিভিনাইন বাংলাকেও তৃণা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরেই তিনি হাজির হয়ে যাবেন মীরাজে। প্রিয় হিরোর ছবি প্রথম দিনেই দেখা চাই। অগ্রীম বুকিংয়ে এসআরকে নিজের কামব্যাক ছবি ‘পাঠান’কেও টেক্কা দিয়েছেন, হিসেব জানাচ্ছে তেমনটাই। তবে শুধু এসআরকেই বা কেন? ছবিটিতে রয়েছে একগুচ্ছ স্টারকাস্ট। নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়মণীর কারণে দক্ষিণের দর্শকও রাত জাগছে আজ। পুজোর আসতে এখন দেড় মাস বাকি, তবে শহর জুড়ে হইচই। বাঙালির সকালের আড়মোড়া, চায়ে চুমুক দিয়ে খবরের কাগজের চিরাচরিত অভ্যেসে ছেদ পড়তে চলেছে আগামীকাল। সবার মুখে একটাই কথা, ‘আর ইউ রেডি’?