একের পর এক বড় প্রজেক্টে দীপিকা পাড়ুকোনের নাম। পাইপলাইনে রয়েছে হৃত্বিক রোশনের ছবি, প্রভাসের ছবি সহ আরও অনেক। শেষ মুক্তি পাওয়া ছবি পাঠান বক্স অফিসে ঝড় তুলেছিল। এবার বলিউডের এই সেলেব জুটি বাঁধছেন প্রভাসের সঙ্গে। গত বছর থেকেই শুরু হয়েছিল ছবির কাজ। শুটিং চলেছিল রমরমিয়ে। যদিও তারই মাঝে দীপিকা পাড়ুকোনের অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। কিছুদিন ছুটি নিয়ে আবারও শুটিং সেটে ফিরে ছিলেন তিনি। এই জুটি এক সঙ্গে পর্দায় আসছেন খবর প্রকাশ্যে আসা মাত্রই সকলেই মুখিয়ে রয়েছেন এই জুটিকে একসঙ্গে দেখার অপেক্ষায়। তবে একসঙ্গে ছবি সামনে না এলেও, দীপিকার লুক সামনে আনা হবে বলেই কথা দেওয়া হয়েছিল।
কথা মতো ছবির পোস্টারও মুক্তি পায়। যেখানে দেখা যায় দীপিকা পাড়ুকোনের মুখ। তা দেখা মাত্রই সকলেই রে রে করে ওঠে। এ কী কাণ্ড, এ তো পার্সপোর্ট ছবি, কেবল লুকের ক্লোজআপ ছবি দেখে বেজায় মেজাজ হারান সকলে। ট্রোলের ঝড় ওঠে নেটদুনিয়ায়। কেবল ট্রোলই নয়, পাশাপাশি অভিযোগও ওঠে বিস্তর। এক কথায় নেটদুনিয়াকে যেন এই পোস্টার দিয়ে প্রতারনা করা হয়েছে।
Aadhar card ki photo daalke first look out bol rahe
— Mahiway ? (@Themahiwayy) July 17, 2023
অনেকেই বিস্তারিত তথ্য দিয়ে জানালেন, লুক মানে সম্পূর্ণ চেহারা সামনে আনা, লুক মানে কেবলই মুখের ছবি এমনটা নয়। যদিও দীপিকার এই লুকে আলাদা সত্যি কিছু থাকল না। চেনা লুকেই ধরা দিলেন তিনি। যার ফলে ভক্তদের অপেক্ষা যেন পলকে মাটি হয়ে গেল। সকলেই বেজায় নিরাশ। তবে প্রভাস এই ছবির টিজ়ার সামনে আনবেন ২১ জুলাই। ফলে এখন তারই অপেক্ষায় দিনগুনছেন সকলে।
We can only see her face. Kya “dune dune” laga rakha hai with just face reveal ? This is a very common aesthetic in post-apocalyptic scifi setting. #ProjectK #DeepikaPadukone #Prabhas pic.twitter.com/FnKr6LLbSj
— aish (@deepikalove86) July 17, 2023