Adipurush Controversy: ‘ইস্কন প্রবচন থেকে নেওয়া সংলাপ, কোথায় খরচ হল ৫০০ কোটি’? ‘আদিপুরুষ’ নিয়ে প্রশ্ন তুঙ্গে
Controversy: শোনা গিয়েছিল 'আদিপুরুষ' তৈরি করতে মোটের ওপর খবর হয়েছে ৫০০ থেকে ৬০০ কোটি টাকা। তবে কোথায় খরচ হল এই পরিমাণ অর্থ? প্রশ্ন নেটিজ়েনদের।
১৬ জুন মুক্তি পেয়েছে আদিপুরুষ ছবি। একের পর এক বিতর্কের মাঝেও ছবি ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। মাত্র দুই দিনেই তা বিশ্বজুড়ে ২৪০ কোটি টাকা আয় করে। তবে তৃতীয় দিনে আয়ের অঙ্ক খানিকটা কবে। ছবি মুক্তি পাওয়ার পর থেকেই ছবির সংলাপ নিয়ে একাধিক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে। বজরঙ্গবলির মুখে বসানো সংলাপে রীতিমত মেজাজ হারান অনেকেই। কেউকেউ ভিএফএক্সের কাজ নিয়েও কটাক্ষ করতে পিছপা হন না। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় যে বিতর্কের ঝড় ওঠে, সেই তালিকায় এবার নাম লেখাল ছবির বাজেট। শোনা গিয়েছিল আদিপুরুষ তৈরি করতে মোটের ওপর খবর হয়েছে ৫০০ থেকে ৬০০ কোটি টাকা। তবে কোথায় খরচ হল এই পরিমাণ অর্থ? প্রশ্ন নেটিজ়েনদের।
এমন একাধিক সংলাপ রয়েছে, যা নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকেই। এক জায়গায় বজরঙ্গবলিকে বলতে শোনা যায়, তেল তোর বাবার, আগুনও তোর বাবার, তাই জ্বলবেও তোর বাবার। এই সংলাপই প্রবচনে উল্লেখ রয়েছে, তবে সেখানে বলা আছে, ঘি কার? রাবণের, কাপড় কার? রাবণের, আগুন কার? রাবণের, জ্বলল কার? রাবণের। একজন লিখলেন, এই ধরণের সংলাপ তবুও পড়ার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু তা যখন চিত্রায়ণ করা হয়, তখন তা মোটেও সম্মানের লাগে না। অন্য এক নেটিজ়েন লিখলেন, বলিউডওয়ালে এটাও কপি করে ফেলল। এটুকুও ক্রিয়েটিভিটি নেই তাদের কাছে? ওরা কি ৬০০ কোটিতেও আগুন ধরিয়ে দিয়েছে?
অপর এক নেটিজ়েন লিখলেন, ৫০০ থেকে ৬০০ চাকা খরচ করলেন কোথায়? প্রসঙ্গত, শুক্রবার, শনিবারের থেকে রবিবার ছবির আয় বেশ কিছুটা কমল। যদিও তা ৫০০ কোটির গণ্ডি ছাড়াবে এই বিশ্বাস সিনে-বিশেষজ্ঞদের। তবে পাঠানের মতো ১০০০ কোটির গণ্ডি পেরবে কি না, তা নিয়ে প্রশ্ন বর্তমান। যদিও ছবির সংলাপ বদল করা হচ্ছে বলেই মিলছে খবর। ছবির চিক্রনাট্যকার জানিয়ে দেন, আগামী ৪ দিনের মধ্যেই নতুন সংলাপ নিয়ে মুক্তি পাবে ছবির নতুন প্রিন্ট।
View this post on Instagram