Nawazuddin Siddiqui: এ কী কাণ্ড! এক অভিনেত্রীর সঙ্গে নওয়াজ়ের কন্যা শোরাকে গুলিয়ে ফেলল নেটপাড়ার বাসিন্দারা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 13, 2022 | 6:23 PM

Radhika Apte: সেই অভিনেত্রীর সঙ্গে একটি ছবিতে অভিনয়ও করেছেন শোরার বাবা নওয়াজ়উদ্দিন সিদ্দিকী

Nawazuddin Siddiqui: এ কী কাণ্ড! এক অভিনেত্রীর সঙ্গে নওয়াজ়ের কন্যা শোরাকে গুলিয়ে ফেলল নেটপাড়ার বাসিন্দারা

Follow Us

মেয়ে শোরাকে নিয়ে মুম্বই এয়ারপোর্ট গিয়েছিলেন অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকী। মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল শোরা। নীল ডেনিমের প্যান্ট ও জ্যাকেট ছিল তার পরনে। পিঠে ছিল কালো ব্যাগপ্যাক। চুলে বান বাধা ছিল শক্ত করে। দূর থেকে শোরাকে নওয়াজ়ের পাশে হেঁটে দেখে এক অভিনেত্রীর সঙ্গে সকলে গুলিয়ে ফেলেছিলেন তাকে। সেই অভিনেত্রীর সঙ্গে একটি ছবিতে অভিনয়ও করেছেন শোরার বাবা নওয়াজ়উদ্দিন সিদ্দিকী।

সেই ছবির নাম ছিল ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’। সেই ছবিতে নওয়াজ়ের সঙ্গে অভিনয় করেছিলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। ছবিতে অন্তঃসত্ত্বা অবস্থায় পাহাড় থেকে পা হড়কে পড়ে গিয়েছিল রাধিকার চরিত্রটি। এবং ছবির চিত্রনাট্য অনুযায়ী তার মৃত্যুও ঘটেছিল। সেই রাধিকার সঙ্গে নওয়াজ়ের একমাত্র কন্যা শোরার মিল খুঁজ়ে পেয়েছেন নেটপাড়ার নাগরিকরা।

প্রথমটায় দূর থেকে শোরা ও নওয়াজ়কে হেঁটে আসতে দেখে সকলে বলাবলি করতে শুরু করেন, অভিনেতার পাশে বুঝি তাঁর সহ-অভিনেত্রী রাধিকা। কাছে আসতেই বুঝতে পারেন, ইনি তো রাধিকা নন। ইনি যে নওয়াজ়-কন্যা শোরা! এদিন মাথা নামিয়ে মুখে আলতো হাসিতে সকলের মন জয় করে নিয়েছেন শোরা।

দিন দুই আগে কন্যা শোরার জন্মদিন পালন করেছেন নওয়াজ়। কেবল তাই নয়, ইনস্টাগ্রামে একটি ভিডিয়োও শেয়ার করেছেন তিনি। তাতে ছেলেবেলা থেকে শোরার বেড়ে ওঠার নানা মুহূর্ত কোলাজ করা। নওয়াজ় লিখেছেন, “হ্যাপি বার্থ ডে মাই লাভ”। সেখানেও অনুরাগীরা কমেন্ট বক্সে লিখেছেন, “ছোট রাধিকা আপ্তে”। সেখান থেকেই তারকা সন্তানের সঙ্গে রাধিকার তুলনা শুরু হয়েছে।